ওভারটেক করতে গিয়ে একটি গাড়ির উপর উঠল আরেকটি গাড়ি, মৃত কমপক্ষে ১০

ঈপ্সা চ্যাটার্জী |

Jan 30, 2021 | 11:10 AM

প্রত্যক্ষদর্শীদের দাবি, একে অপরকে ওভারটেক করতে গিয়েই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং মুখোমুখি সংঘর্ষ হয়। দ্রুতগতিতে আসা আরও একটি গাড়ি এসে ধাক্কা মারে দুর্ঘটনাস্থল গাড়িদুটির পিছনে।

ওভারটেক করতে গিয়ে একটি গাড়ির উপর উঠল আরেকটি গাড়ি, মৃত কমপক্ষে ১০
দুর্ঘটনাগ্রস্থ গাড়িগুলি।

Follow Us

উত্তর প্রদেশ: মোরাদাবাদে ভয়াবহ পথদুর্ঘটনা। এখনও অবধি ১০ জনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। আহত হয়েছেন কমপক্ষে ১০ জন। শনিবার সকালে কুন্দরকি থানা এলাকায় মোরাদাবাদ-আগ্রা হাইওয়েতে এই ঘটনা ঘটে। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় ফরেন্সিক টিম। শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।

এদিন সকালে একটি যাত্রীবোঝাই মিনিবাস হাইওয়ে ধরে ছুটছিল। সেই সময় একটি ক্যান্টার ট্রাকও দ্রুত গতিতে এগিয়ে আসে। প্রত্যক্ষদর্শীদের দাবি, একে অপরকে ওভারটেক করতে গিয়েই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং মুখোমুখি সংঘর্ষ হয়। দ্রুতগতিতে আসা আরও একটি গাড়ি এসে ধাক্কা মারে দুর্ঘটনাস্থল গাড়িদুটির পিছনে।

আরও পড়ুন: সিংঘু সীমান্তে অশান্তি: গ্রেফতার তরোয়ালধারী সহ ৪৪ জন

দুর্ঘটনার শব্দে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। তাঁরাই উদ্ধারকার্য শুরু করেন, খবর দেওয়া হয় পুলিশেও। কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে পুলিশ ও ফরেন্সিক বিশেষজ্ঞরা পৌঁছন। এক পুলিশ আধিকারিক বলেন, “ঘটনাস্থলে ফরেন্সিক টিম উপস্থিত হয়েছেন। উদ্ধারকার্যও প্রায় সম্পূর্ণ হয়ে এসেছে। তিনটি গাড়ি একে অপরের উপর উঠে গিয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন ওভারটেক করতে গিয়েই এই ঘটনা ঘটেছে।”

উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ঘটনায় শোক প্রকাশ করেছেন এবং মৃতদের পরিবারকে দুই লক্ষ টাকা করে ও আহতদের ৫০ হাজার টাকা করে ক্ষতিপূরণের ঘোষণা করেছেন। আহতদের চিকিৎসার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা করতেও প্রশাসনের আধিকারিকদের নির্দেশ দিয়েছেন তিনি।

আরও পড়ুন: দিল্লি বিস্ফোরণ: পুলিশের হাতে আরও সিসিটিভি ফুটেজ, ক্যাব থেকে ঘটনাস্থলের দিকে ওরা কারা!

Next Article