AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

100 rupees coin: ১০০ টাকার কয়েন আনছেন নরেন্দ্র মোদী, সেই কয়েনে কী কী থাকছে

100 rupees coin: সূত্রের খবর, এখনই বাজারে আসছে না এই কয়েন। শুধুমাত্র স্মারক মুদ্রা হিসাবেই তৈরি করা হবে এই কয়েনকে। নতুন এই ১০০ টাকার কয়েনের আকার হবে ৪৪ মিলিমিটারের কাছাকাছি।

100 rupees coin: ১০০ টাকার কয়েন আনছেন নরেন্দ্র মোদী, সেই কয়েনে কী কী থাকছে
প্রতীকী ছবি
| Edited By: | Updated on: Apr 23, 2023 | 1:30 PM
Share

কলকাতা: সাধারণত প্রতিমাসের শেষ রবিবার ‘মন কি বাত’ (Maan Ki Baat) অনুষ্ঠানে দেশবাসীর সঙ্গে কথা বলে থাকেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)। এপ্রিলের শেষে ৩০ তারিখে রয়েছে সেই অনুষ্ঠান। কিন্তু, ধারে-ভারে এবারের সেই অনুষ্ঠান হতে চলেছে অনেক বেশি চমকপ্রদ। কারণই ৩০ এপ্রিল মন কি বাতের একশোতম পর্ব। এই একশোতম পর্বতেই ১০০ টাকার কয়েন (100 rupees coin) প্রকাশ করতে চলেছেন প্রধানমন্ত্রী। এবারের অনুষ্ঠান গোটা দেশেই বৃহত্তর পরিসরে প্রচারের পরিকল্পনাও নেওয়া হয়েছে। তবে ১০০ টাকার কয়েনের আত্মপ্রকাশ ঘটলেও তা এখনই আপনি হাতে পাচ্ছেন না। তাহলে উপায় কী? 

সূত্রের খবর, এখনই বাজারে আসছে না এই কয়েন। শুধুমাত্র স্মারক মুদ্রা হিসাবেই তৈরি করা হবে এই কয়েনকে।  নতুন এই ১০০ টাকার কয়েনের আকার হবে ৪৪ মিলিমিটারের কাছাকাছি। থাকবে চারটি ধাতুর মিশ্রন। থাকবে ৫০ শতাংশ রুপো, ৪০ শতাংশ তামা, ০.৫ শতাংশ নিকেল, এবং ০.৫ শতাংশ দস্তা। অশোক স্তম্ভের সিংহ থাকবে কয়েনের উল্টোদিকে ঠিক মাঝখানে। ঠিক তার নিচে লেখা থাকবে ‘সত্যমেব জয়তে’। বাঁদিকে দেবনাগরি হরফে ভারত লেখা থাকবে। ডানদিকে ইংরেজিতে লেখা থাকবে ইন্ডিয়া । কয়েনে রুপির প্রতীক ‘₹’-এর পাশাপাশি অশোক স্তম্ভের সিংহের মূর্তির তলায় আন্তর্জাতিক সংখ্যায় ১০০ উল্লিখিত থাকবে। অন্যদিকে মন কি বাতের একশোতম পর্বে যেহেতু এই কয়েনের আত্মপ্রকাশ ঘটবে তাই সে উপলক্ষেও থাকছে চমক। 

সূত্রের খবর, কয়েনে থাকবে মন কি বাতের লোগোও। শব্দ তরঙ্গ সহ থাকবে একটি মাইক্রোফোনের ছবি। ২০২৩ সালে যে এটি তৈরি তার উল্লেখও থাকবে। দেবনাগরি হরফ ও ইংরেজিতে লেখা থাকবে মন কি বাত ১০০। তবে এই ১০০ টাকার কয়েন স্মারক মুদ্রা হিসাবে তৈরি হলেও আপনি তা পেতে পারেন। তার জন্য দিতে হবে বেশি দাম। রিজার্ভ ব্যাঙ্কের তরফে শীঘ্রই এই বিশেষ মুদ্রার দাম ঠিক করার কথা রয়েছে। তারপর তা কিনতে পারবেন আম-আদমি।