AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Covid-19: ভারতে ফের বিএফ.৭-র চোখ রাঙানি? চিন ফেরত এক যাত্রী সহ ১১ জন যাত্রী কোভিড পজ়িটিভ

Covid-19: বেঙ্গালুরুর কেম্পেগৌড়া আন্তর্জাতিক বিমানবন্দরে ১১ জন বিদেশ ফেরত যাত্রীর কোভিড নমুনা পজ়িটিভ এসেছে। তাঁদের মধ্যে একজন চিন থেকে এসেছেন।

Covid-19: ভারতে ফের বিএফ.৭-র চোখ রাঙানি? চিন ফেরত এক যাত্রী সহ ১১ জন যাত্রী কোভিড পজ়িটিভ
প্রতীকী ছবি : সৌজন্যে (PTI)
| Edited By: | Updated on: Dec 26, 2022 | 6:06 PM
Share

বেঙ্গালুরু: দুয়ারে করোনার (Corona Virus) হানা! চিন, জাপান সহ একাধিক দেশে করোনা গ্রাফ ঊর্ধ্বমুখী। চিনের করোনা পরিস্থিতির (Covid Situation) ভয় ধরানো ছবি বিভিন্ন সংবাদ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এই করোনা ত্রাস যাতে ভারতে ফের ফিরে না আসে তাই আগে থাকতেই সদা সতর্ক প্রশাসন। কেন্দ্রের তরফে দফায় দফায় বৈঠক করা হয়েছে। ফের জারি করা হয়েছে কোভিড নির্দেশিকাও। বিমান বন্দরে শুরু হয়েছে কোভিড নুমনা পরীক্ষাও। সেই নুমনা পরীক্ষা থেকেই কোভিড আক্রান্তের মিলল খোঁজ। সংবাদ মাধ্যমের রিপোর্ট অনুযায়ী, বেঙ্গালুরুর (Bangalore) কেম্পেগৌড়া আন্তর্জাতিক বিমান বন্দরে (Kempegowda International Airport) ১২ জন যাত্রী কোভিড পজ়িটিভি হয়েছেন বলে জানা গিয়েছে। এই যাত্রীরা বিদেশ ফেরত। এর মধ্যে একজন চিন থেকে এসেছেন বলেও জানা গিয়েছে।

চিন থেকে ফিরেছেন ৩৭ বছর বয়সী এক ব্যক্তি। বেঙ্গালুরুর কেম্পেগৌড়া বিমান বন্দরে তাঁর নমুনা পরীক্ষা পজ়িটিভ এসেছে। তাঁর নমুনা আপাতত জিনোম সিকোয়েন্সিংয়ের জন্য পাঠানো হয়েছে। তিনি ওমিক্রন ভ্যারিয়েন্ট বিএফ.৭ এই আক্রান্ত কি না তা এই জিনোম সিকোয়েন্সিংয়ের পরই জানা যাবে। বাকি যাঁদের নমুনা পজ়িটিভ বেরিয়েছে তাঁদেরও নুমনাও জিনোম সিকোয়েন্সিংয়ের জন্য পাঠানো হয়েছে ন্য়াশনাল ইনস্টিটিউট অব ভাইরোলজিতে পাঠানো হয়েছে। আগামী সকালেই নমুনা পরীক্ষার ফলাফল হাতে পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে।

জানা গিয়েছে, যে ব্যক্তি চিন থেকে এসেছেন তিনি আগ্রার বাসিন্দা। বাকি ১১ জন যাত্রীও উচ্চ ঝুঁকিপূর্ণ দেশ থেকে ফিরেছেন। তাঁদের মধ্যে চারজনকে একটি বেসরকারি হাসপাতালে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। আর বাকি যাত্রীদের নিজেদের বাড়িতে কোয়ারেন্টাইনে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। এদিকে কোভিড আবহে সোমবার নয়া কোভিড নির্দেশিকা ঘোষণা করেছে। আজ কর্নাটকের বিপর্যয় মোকাবিলা মন্ত্রী আর অশোক ও স্বাস্থ্যমন্ত্রী ডাঃ কে সুধাকর রাজ্য়ের কোভিড পরিস্থিতি পর্যালোচনার জন্য টেকনিক্যাল অ্যাডভাইজ়রি কমিটির সঙ্গে একটি বৈঠক করেন। সেই বৈঠকে বিশেষজ্ঞদের পরামর্শের পর স্কুল, কলেজ ও থিয়েটরের মতো বদ্ধ জায়গায় মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়েছে। তিনি বলেছেন, “বিশেষজ্ঞদের পরামর্শ মেনে আমরা বিদেশ থেকে আগত লোকজনের ওপর নজরদারি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছি। আমরা কোভিড-১৯ রোগীদের জন্য দুটি হাসপাতাল সংরক্ষিত করেছি। বেঙ্গালুরুর বোরিং হাসপাতাল এবং ম্যাঙ্গালুরুতে ওয়েনলক হাসপাতাল কোভিড-১৯ রোগীদের জন্য সংরক্ষিত থাকবে।” বিমান বন্দরে ব়্যাপিড টেস্টিংয়ের পরিমাণ বাড়িয়ে ২ শতাংশ করা হয়েছে। জনসাধারণদের বুস্টার ডোজ় দেওয়ার জন্য পদক্ষেপ করা হয়েছে।

নতুন বছরে উদযাপনের জন্য কর্নাটক সরকারের তরফে নির্দেশিকা:

  • পাব ও ক্লাবে যাওয়ার জন্য কোভিডের দুটি ডোজ় নেওয়া থাকতে হবে।
  • পাব ও ক্লাবের কর্মীদের দুটি ডোজ় নেওয়া থাকতে হবে।
  • রাস্তায় যাঁরা বেরোবেন তাঁদের মাস্ক পরা বাধ্যতামূলক।
  • রাত ১ টার মধ্যে হোটেল এবং বার বন্ধ করে দিতে হবে।
  • এদিকে রাজনৈতিক শোভাযাত্রা বা জনসভা নিষিদ্ধ না করলেও সেখানে মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়েছে।