VIDEO: কেউ দেখেও দেখে না! বুক ধুকপুক করছিল, বছর ১৩-র কিশোরের রক্তে যখন ভিজল রাস্তা, তখন সবাই ব্যস্ত মাছ কুড়োতে!
Viral Video: ছেলেকে হারিয়ে শোকে পাথর রীতেশের পরিবার। তারা বিশ্বাসই করতে পারছেন না যে রক্তাক্ত অবস্থায় রাস্তায় পড়েছিল রীতেশ, সবাই আশেপাশে মাছ লুঠ করেছে, কেউ তবু এক পলক তাঁর দিকে ফিরে তাকায়নি। রাস্তায় পড়ে যাওয়া মাছ কি একটা তরতাজা প্রাণের থেকেও দামি?

পটনা: মানবিকতা কি সত্যি শেষ হয়ে গিয়েছে মানুষের মধ্যে? এই ঘটনা সেই প্রশ্নই তুলে দিচ্ছে। সকালবেলা টিউশন থেকে ফিরছিল ক্লাস সেভেনের পড়ুয়া। তাঁকে ধাক্কা মারে একটি পিক-আপ ট্রাক। উল্টে যায় ট্রাকটিও। ভরা বাজারে এই দুর্ঘটনা ঘটে, আশেপাশে ছিলেন বহু মানুষ। দুর্ঘটনা দেখেই তারা ছুটে এলেন। নাহ, ওই কিশোরকে উদ্ধার করেননি কেউ। যখন সাহায্যের জন্য কাতরাচ্ছিল রক্তাক্ত কিশোর, তখন সবাই রাস্তায় ট্রাক থেকে মাছ কুড়োতেই ব্যস্ত। সবাই মাছ চুরি করে নিয়ে গেল, কেউ উদ্ধার করল না ওই কিশোরকে। রাস্তাতেই পড়ে মৃত্য়ু হল কিশোরের।
মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে বিহারের সীতামারহি জেলায়। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় দুর্ঘটনা এবং তারপরে চরম অমানবিকতার যে নজির তৈরি হল, তার ভিডিয়ো ভাইরাল হয়েছে। পুপরি পুলিশ স্টেশনের অধীনে ঝাঝিহাট গ্রামের বাসিন্দা ছিল রীতেশ কুমার (১৩)। সপ্তম শ্রেণিতে পড়ত। সকলে ভালবেসে গোলু বলে ডাকত।
সকালে টিউশন থেকে ফেরার পথেই আচমকা রীতেশকে ধাক্কা মারে দ্রুতগতিতে আসা একটি পিক-আপ ট্রাক। ঘটনাস্থলেই মৃত্যু হয় কিশোরের। পথচলতি সাধারণ মানুষ উপস্থিত থাকলেও, কেউ তাঁকে উদ্ধার করেনি। কেউ অ্য়াম্বুল্যান্সে ফোন করেননি, ডাকেননি পুলিশকেও। তারা ব্যস্ত ছিলেন রাস্তায় ছড়িয়ে পড়া শয়ে শয়ে মাছ কুড়োতে। বেশ কিছুক্ষণ পরে রীতেশের পরিবারের কাছে দুর্ঘটনার খবর পৌঁছয়। তারা যতক্ষণে এসে পৌঁছন, ততক্ষণে রীতেশের মৃত্য়ু হয়েছে।
बिहार के सीतामढ़ी में एक स्कूली बच्चे को मछली लदे पिकअप वैन ने ठोकर मार दी। 7 वीं में पढ़ने वाले रितेश की वहीं मौत हो गई। रितेश की लाश सड़क पर थी और भीड़ मछली लूट कर भाग रही थी। pic.twitter.com/TgruKJqC5N
— Somu Anand (@SomuAnand_) January 16, 2026
পুলিশও খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় এবং রীতেশের দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। ঘাতক গাড়িটিকে বাজেয়াপ্ত করা হয়েছে। শুরু হয়েছে তদন্ত। এদিকে, ছেলেকে হারিয়ে শোকে পাথর রীতেশের পরিবার। তারা বিশ্বাসই করতে পারছেন না যে রক্তাক্ত অবস্থায় রাস্তায় পড়েছিল রীতেশ, সবাই আশেপাশে মাছ লুঠ করেছে, কেউ তবু এক পলক তাঁর দিকে ফিরে তাকায়নি। রাস্তায় পড়ে যাওয়া মাছ কি একটা তরতাজা প্রাণের থেকেও দামি?
