কয়েক দিন আগেই ভিলওয়াড়ার মণ্ডলগঢ় এলাকায় এক ব্যক্তির বাড়ি থেকে ছাগল চুরি যায়। এরপরই কয়েকজন গ্রামবাসীর সন্দেহ হয় নীচুবর্ণের ওই যুবকই নিশ্চয়ই ছাগল চুরি করেছে। গ্রামের চাররাস্তায় মোড়ে তাঁকে ফেলে ব্যপক মারধর করা হয়। এরপর ওই যুবককে একটি গাছে বাঁধা হয় এবং লাঠি দিয়ে মারা হয়। ওই যুবক বারংবার জানায় যে, সে চুরি করেনি। তারপরও তাঁকে মারধর করা হয়। এমনকি, রেললাইনে ফেলে দেওয়ার হুমকিও দেওয়া হয়।

গোটা ঘটনাটি রেকর্ড করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন এক গ্রামবাসী। সেই ভিডিয়ো পুলিশের চোখে পড়তেই তারা তৎপর হন ও প্রাথমিক তদন্তে বাবু লাল তেলি ও বর্দিচন্দ বারহেত নামক দুই ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। এরপরই আরও ১৩ জনকে গ্রেফতার করে পুলিশ। আরও পড়ুন: ভিয়েতনামের নতুন প্রধানমন্ত্রীকে ফোনে শুভেচ্ছা নমোর, জানালেন ভারতে আসার আমন্ত্রণও