Amit Shah: ‘১৭০ জন মাওবাদীর আত্মসমর্পণ’, ফের মোদীর নেতৃত্বের ভূয়সী প্রশংসা শাহের

Amit Shah’s Post: এদিনই ছত্তিসগঢ়ে ১৭০ জন মাওবাদী আত্মসমর্পণ করল। সোশ্যাল মাধ্যমে পোস্ট করে জানালেন খোদ শাহ। একইসঙ্গে মাও দমনে সামগ্রিক অভিযান নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রশংসাতেও পঞ্চমুখ হয়েছেন। ফের একবার নকশাল দমন নিয়ে কড়া বার্তাও দিলেন।

Amit Shah: ‘১৭০ জন মাওবাদীর আত্মসমর্পণ’, ফের মোদীর নেতৃত্বের ভূয়সী প্রশংসা শাহের
সোশ্যা মাধ্যমে পোস্ট শাহেরImage Credit source: Social Media

Oct 16, 2025 | 8:57 PM

নয়া দিল্লি: আগামী বছর ৩১ মার্চের মধ্যে নকশালমুক্ত ভারতের ডাক দিয়েছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী। তারপর থেকেই যেন আরও জোর দেওয়া হয়েছে মাও-নকশাল দমন অভিযানে। এদিনই ছত্তিসগঢ়ে ১৭০ জন মাওবাদী আত্মসমর্পণ করল। সোশ্যাল মাধ্যমে পোস্ট করে জানালেন খোদ শাহ। একইসঙ্গে মাও দমনে সামগ্রিক অভিযান নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রশংসাতেও পঞ্চমুখ হয়েছেন। লিখলেন, “ছত্তিসগঢ়ে ১৭০ জন মাওবাদী আত্মসমর্পণ করল। গতকাল ২৭ জন অস্ত্র সমর্পণ করেছে। মহারাষ্ট্রে ৬১ জন ফিরেছে স্বাভাবিক জীবনে। সব মিলিয়ে ২৫৮ জন। নরেন্দ্র মোদীজির নেতৃত্বে সরকারের অব্যাহত প্রচেষ্টার ফল এটা। আজ এই চেষ্টারই ফলে গোটা দেশেই নকশালবাদ কার্যত শেষ নিঃশ্বাস ত্যাগ করছে।”

তবে যাঁরা অস্ত্র ফেলছেন, যাঁরা আত্মসমর্পণ করেছেন তাঁদের উদ্দেশ্যে শাহ লিখছেন, “হিংসার পথ থেকে সরে আসার জন্য, ভারতীয় সংবিধানের প্রতি তাঁদের বিশ্বাস পুনরুদ্ধারের সিদ্ধান্তের জন্য প্রশংসা করি। আমি সমস্ত নকশালবাদীদের তাদের অস্ত্র সমর্পণ করে মূলধারায় ফিরে আসার জন্য আবেদন করছি।” তবে এরপরেও যাঁরা একই রাস্তায় থাকবে, অর্থাৎ কোনও নকশালপন্থী কোনও মাওবাদীকেই যে সরকার কোনওভাবে রেহাত করবে না তাও এদিন নিজের পোস্টে স্পষ্ট ভাষায় লিখে দেন শাহ। 

নকশালবাদের বিরুদ্ধে যে সরকার জিরো টলারেন্স নীতি নিয়েছে তাও এদিন ফের একবার সোচ্চারে বলতে দেখা যায় দেশের স্বরাষ্ট্র মন্ত্রীকে। এক্স হ্যান্ডেলে লিখলেন, “নকশালবাদের বিরুদ্ধে আমাদের নীতি স্পষ্ট। যারা আত্মসমর্পণ করতে চায় তাদের স্বাগত। কিন্তু যারা অস্ত্র তুলে নেবে তাঁদের আমাদের দেশের নিরাপত্তা বাহিনীর, আমাদের দেশের সেনার মুখোমুখি হতেই হবে।”