কানে হেডফোন দিয়ে রেললাইনে বসে, Reels-এ এতই ডুবে যে কানে যায়নি হর্ন! ট্রেনের ধাক্কায় নিমেষে ছিন্নভিন্ন হয়ে গেল যুবক
Accidental Death: মোবাইলে এতটাই ডুবে ছিল ওই যুবক যে বারংবার হর্ন দিলেও, তা কানে পৌঁছয়নি। দুই কানেই হেডফোন থাকায় বন্ধুর ডাকও শুনতে পায়নি। এরপরই ট্রেনের ধাক্কা লাগে। ঘটনাস্থলেই মৃত্যু হয় যুবকের।
ভোপাল: শরীরচর্চা আর রিলস বানানোর শখ। মোবাইল ঘাটতে ঘাটতে রেললাইনেই যে কখন বসে পড়েছিল, তার খেয়াল নেই। দুই কানে হেডফোন দেওয়া, তাই পিছন থেকে ট্রেনের হর্নও কানে যায়নি। দীপাবলির দিনই মর্মান্তিক পরিণতি হল যুবকের। ট্রেনের ধাক্কায় মৃত্যু হল বছর কুড়ির পড়ুয়ার।
ঘটনাটি ঘটেছে মধ্য প্রদেশের ভোপালে। মৃত যুবকের নাম মনরাজ তোমার (২০)। বিবিএ পড়ুয়া ছিল ওই যুবক। এ দিন সকালে বন্ধুদের সঙ্গে বাড়ি থেকে বের হয় ওই যুবক। গল্প করতে করতে তারা কাছের একটি রেললাইনের ধারে আসে। দুই বন্ধু মিলে রেললাইনেই বসে মোবাইল ঘাঁটতে শুরু করে। ওই যুবক যে ট্রাকে বসেছিল, তার পাশের ট্রাকেই বন্ধুও বসে মোবাইল ঘাঁটছিল।
এমন সময়ে এই ট্রাকে ট্রেন চলে আসে। মোবাইলে এতটাই ডুবে ছিল ওই যুবক যে বারংবার হর্ন দিলেও, তা কানে পৌঁছয়নি। দুই কানেই হেডফোন থাকায় বন্ধুর ডাকও শুনতে পায়নি। এরপরই ট্রেনের ধাক্কা লাগে। ঘটনাস্থলেই মৃত্যু হয় যুবকের।
দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে এসে দেহ উদ্ধার করে পুলিশ। দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এদিকে, একমাত্র সন্তানকে হারিয়ে শোকে ভেঙে পড়েছে যুবকের পরিবার।