AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Bizarre: ফ্ল্যাশ করতে গিয়ে বিস্ফোরণ কমোড, ৩৫% ঝলসে গেলেন যুবক! জানুন কীভাবে

Bizarre: বাড়ির মালিক সুনীল প্রধানের কথায়, তাঁর ছেলে আশু নাগার বাথরুমে গিয়েছিল। ফ্ল্যাশ করার সঙ্গে সঙ্গেই হঠাৎ করে তীব্র শব্দ করে বিস্ফোরণ হয়ে ফেটে পড়ে কমোড।

Bizarre: ফ্ল্যাশ করতে গিয়ে বিস্ফোরণ কমোড, ৩৫% ঝলসে গেলেন যুবক! জানুন কীভাবে
Follow Us:
| Updated on: May 20, 2025 | 3:09 PM

নয়ডা: প্রকৃতির ডাকে সারা দিতে গিয়ে মহা বিপত্তিতে যুবক। বাথরুমের কমোড ফেটেই শরীরে অনেকটা অংশ পুড়ে গেল ২০ বছরের যুবকের। ঘটনাটি ঘটেছে গ্রেটার নয়ডা নিবাসী আশু নাগারের সঙ্গে। সবচেয়ে অবাক করা বিষয় হল, সেই সময় মোবাইল বা কোনও ইলেকট্রিক গ্যাজেট ব্যবহার করছিলেন না ওই যুবক। এমনকি ঘরের কোনও ইলেকট্রিক গ্যাজেটও খারাপ হয়নি।

ইংরেজি সংবাদমাধ্যম দ্য টাইমস অব ইন্ডিয়ার একটি রিপোর্ট অনুসারে কিছুদিন আগে নয়ডার সেক্টর ৬-এ ঘটে এই ঘটনাটি। সেক্টর ৬ এর সি-৩৬৪ নম্বর বাড়িতে দুপুর ৩ টে নাগাদ ঘটে এই দুর্ঘটনা।

বাড়ির মালিক সুনীল প্রধানের কথায়, তাঁর ছেলে আশু নাগার বাথরুমে গিয়েছিল। ফ্ল্যাশ করার সঙ্গে সঙ্গেই হঠাৎ করে তীব্র শব্দ করে বিস্ফোরণ হয়ে ফেটে পড়ে কমোড।

সুনীল জানান, ওই বিস্ফোরণের ফলে আশু গুরুতর ভাবে আহত হয়েছেন। বিশেষ করে মুখ এবং সারা শরীরে আহত হয়েছেন। গ্রেটার নয়ডার জিআইএমএস তৎক্ষণাৎ ওঁকে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা পরীক্ষা করে জানিয়েছেন দেহের ৩৫ শতাংশ পুড়ে গিয়েছে। সেই সময় আশু কোনও মোবাইল ফোন ব্যবহার করছিল না বলে জানিয়েছেন তিনি।

কীভাবে বিস্ফোরণ হল তা তদন্ত করতে গিয়ে দেখা যায় এসি সহ বাড়ির সব অনান্য ইলেকট্রিক গ্যাজেট সঠিক ভাবে কাজ করছে। তাই ইলেকট্রিকের শর্ট সার্কিট থেকে আগুন লাগার কোনও সম্ভাবনা নেই। যদিও পরিবারের সন্দেহ ড্রেনের রাস্তা বন্ধ হয়ে যাওয়ার কারণে মিথাইন গ্যাস তৈরি হয়ে এই বিপত্তি হয়ে থাকতে পারে।

স্থানীয় বাসিন্দাদের একজন হরিন্দর ভাটিয়া জানান, বহুদিন ধরেই প্রায় অবরুদ্ধ হয়ে গ্রেটার নয়ডার নিকাশী ব্যবস্থা। সেই কারণে গ্যাস তৈরি হয়ে থাকতে পারে। তাঁর কথায় নিকাশী ব্যবস্থার পাইপগুলি শুধু পুরনোই নয়। বহু বছর তা পরিষ্কার হয় না। যার ফলে গ্যাস তৈরি হয়ে চাপের ফলে বিস্ফোরণ হয়ে থাকতে পারে।

গ্রেটার নয়ডা অথরিটির সিনিয়র ম্যানেজার এপি বর্মা অবশ্য জানান, তদন্ত করে দেখা গিয়েছে নিকাশী ব্যবস্থা সম্পূর্ণ পরিষ্কার রয়েছে। কোনও অসুবিধা নেই। হতে পারে বাড়ির অন্দরেই কোনও সমস্যার জন্য এই ঘটনা ঘটে থাকতে পারে। যদিও অন্দরের কী ধরনের সমস্যা তা অবশ্য কিছুই খোলসা করে জানাননি তিনি।