Firing Case: অফিসে চেয়ারে বসা নিয়ে ঝামেলা, সহকর্মীকে গুলি

Gurugram: অফিসের মধ্যেই তা নিয়ে বচসায় জড়িয়েছিলেন। অফিস থেকে বেরনোর পর বিবাদমান দুই সহকর্মীর এক জনের বিরুদ্ধে গুলি চালনার অভিযোগ উঠেছে অপর জনের বিরুদ্ধে।

Firing Case: অফিসে চেয়ারে বসা নিয়ে ঝামেলা, সহকর্মীকে গুলি
প্রতীকী ছবি।
Follow Us:
| Edited By: | Updated on: Mar 30, 2023 | 12:42 PM

গুরুগ্রাম: অফিসের সহকর্মী তাঁরা। একই ছাদের তলায় বসে কাজ করেন। অফিসে বসা নিয়ে তাঁদের মধ্যে হয়েছিল ঝামেলা। চেয়ার বসা নিয়েই ঝামেলার সূত্রপাত। অফিসের মধ্যেই তা নিয়ে বচসায় জড়িয়েছিলেন। কিন্তু সেখানেই মিটে যায়নি বিষয়টি। অফিস থেকে বেরনোর পর বিবাদমান দুই সহকর্মীর এক জনের বিরুদ্ধে গুলি চালনার অভিযোগ উঠেছে অপর জনের বিরুদ্ধে। গুলির আঘাতে আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ফিনান্সিয়াল ফার্মের ওই কর্মী। বুধবার ঘটনাটি ঘটেছে গুরুগ্রামে। গুলি চালনায় অভিযুক্ত যুবক ঘটনার পর থেকেই পলাতক। তাঁর খোঁজ চালানো হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। অভিযুক্তের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারায় মামলা দায়ের করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গুরুগ্রামের একটি ফিনান্সিয়াল ফার্মে কাজ করেন বিশাল ও আমন। মঙ্গলবার অফিসের চেয়ারে বসা নিয়ে তাঁদের মধ্যে ঝামেলা হয়েছিল। বুধবার একই বিষয়ে ফের বচসায় জড়ান তাঁরা। বুধবার অফিসের পর রাস্তার দিয়ে যাচ্ছিলেন বিশাল। সে সময়ই আমন পিছন দিক দিয়ে এসে বিশালকে গুলি করে বলে অভিযোগ। গুলি করেই অভিযুক্ত আমন পালিয়ে যান। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। আহত বিশালকে তাঁরা হাসপাতালে ভর্তি করেন। পাশাপাশি বিশালের পরিবারের লোকেদের খবর দেন। জানা গিয়েছে, গুরুগ্রামের সেক্টর ৯-এর ফিরোজ গান্ধী কলোনি এলাকায় থাকতেন বিশাল। যদিও তাঁর বাড়ি হরিয়ানার হিসারে।

এর পরই বিশালের পরিবারের লোকের অভিযোগের ভিত্তিতে মামলা দায়ের করে পুলিশ। ভারতীয় দণ্ডবিধিতে খুনের চেষ্টা এবং আমর্স অ্যাক্টের বেশ কয়েকটি ধারাচ মামলা দায়ের করেছে পুলিশ। এ বিষয়ে দিল্লি পুলিশের ডিসিপি (ইস্ট) বীরেন্দর ভিজ বলেছেন, “আমরা অভিযুক্তকে চিহ্নিত করতে পেরেছি। তাঁকে ধরতে অভিযান চালানো হচ্ছে। মামলার তদন্তও শুরু হয়েছে।”