AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

পূর্বজন্মের প্রতিশোধ? প্রতি শনিবারই নাকি এই যুবককে কামড়ায় সাপ! ৭ বার ছোবল খেয়েও দিব্যি বেঁচে

Snake Bite: তবে চিকিৎসকরা সবথেকে বেশি আশ্চর্য যে বিষয়ে, তা হল একই যুবকের এতবার সাপের কামড় খাওয়া। তাও আবার নাকি শনিবার করেই সাপ কামড়ায় ওই যুবককে।

পূর্বজন্মের প্রতিশোধ? প্রতি শনিবারই নাকি এই যুবককে কামড়ায় সাপ! ৭ বার ছোবল খেয়েও দিব্যি বেঁচে
প্রতীকী চিত্রImage Credit: Meta AI
| Updated on: Jul 13, 2024 | 1:40 PM
Share

লখনউ: সাপের বিষ মারাত্মক। বিষধর সাপ যদি কামড়ায় এবং সঠিক সময়ে চিকিৎসা শুরু না হয়, তবে মৃত্যু নিশ্চিত। তবে যদি কাউকে একাধিকবার সাপে কামড়ায়? তাও আবার দুবার বা তিনবার নয়, পরপর সাতবার। মাত্র ৪০ দিনের মধ্যে ৭ বার সাপের কামড় খেয়েছেন এক ব্যক্তি। তারপরও দিব্যি বেঁচে রয়েছেন তিনি। বরং চিকিৎসকরাই ঘাবড়ে যাচ্ছেন তাঁকে দেখে। ওই যুবক আবার দাবি করেছেন আর্থিক সাহায্যের। সাপের বিষের চিকিৎসা করাতে করাতে তিনি ফতুর হয়ে যাচ্ছেন!

ঘটনাটি ঘটেছে উত্তর প্রদেশের ফতেহপুরে। বিকাশ দুবে নামক এক যুবককে ৭ বার সাপে কামড়েছে। তাও আবার মাত্র ৪০ দিনের মধ্যেই। মুখ্য স্বাস্থ্য অফিসার রাজীব নয়ন গিরি জানিয়েছেন, ওই যুবক প্রশাসনের কাছ থেকে আর্থিক সাহায্য চেয়েছেন চিকিৎসার খরচ বহনের জন্য। তিনি ওই য়ুবককে সরকারি হাসপাতালে গিয়ে চিকিৎসা করানোর পরামর্শ দিয়েছেন, যেখানে বিনামূল্যে অ্যান্টি-ভেনম পাওয়া যায়।

তবে চিকিৎসকরা সবথেকে বেশি আশ্চর্য যে বিষয়ে, তা হল একই যুবকের এতবার সাপের কামড় খাওয়া। তাও আবার নাকি শনিবার করেই সাপ কামড়ায় ওই যুবককে।

এই বিষয়ে চিফ মেডিক্যাল অফিসার বলেন, “ওই যুবককে আদৌ সাপে কামড়াচ্ছে কি না, তা খতিয়ে দেখতে হবে। যে চিকিৎসক তাঁর চিকিৎসা করছেন, তার যোগ্যতাও যাচাই করা প্রয়োজন। প্রতি শনিবারই নাকি ওই যুবককে সাপে কামড়ায় এবং প্রতিবারই সে একই হাসপাতালে ভর্তি হয়। একদিনের মধ্যেই সুস্থ হয়ে ওঠার বিষয়টিও যথেষ্ট সন্দেহজনক। তিন চিকিৎসকের একটি দল গঠন করা হয়েছে, বিষয়টি খতিয়ে দেখার জন্য।”