AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Examination Centre: এক সঙ্গে পরীক্ষা দিতে পারবে ২৫ হাজার জন! দেশের বৃহত্তর পরীক্ষাকেন্দ্র পটনায়

বুধবার উদ্বোধনের পরক বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার পরীক্ষাকেন্দ্রের বিভিন্ন তল ঘুরে দেখেন। তিনি সাংবাদিকদের জানিয়েছেন, এই পরীক্ষাকেন্দ্র তৈরিতে ২৬১.১১ কোটি টাকা খরচ হয়েছে।

Examination Centre: এক সঙ্গে পরীক্ষা দিতে পারবে ২৫ হাজার জন! দেশের বৃহত্তর পরীক্ষাকেন্দ্র পটনায়
পটনার পরীক্ষাকেন্দ্র
| Edited By: | Updated on: Aug 24, 2023 | 5:35 PM
Share

পটনা: দেশের সবথেকে বড় পরীক্ষাকেন্দ্রের উদ্বোধন হল বিহারের পটনায়। পটনার কুমরারে তৈরি হওয়া এই পরীক্ষাকেন্দ্রের উদ্বোধন বুধবার করেছেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। ‘বাপু পরীক্ষা পরিসর’ নামের এই পরীক্ষাকেন্দ্র রয়েছে উন্নত প্রযুক্তির সমস্ত ব্যবস্থা। এক সঙ্গে যাতে প্রচুরপ পরীক্ষার্থী পরীক্ষা দিতে পারেন সে জন্যই এই ব্যবস্থা করেছে বিহার সরকার।

বাপু পরীক্ষা পরিসরে এক সঙ্গে ২৫ হাজার পরীক্ষার্থী পরীক্ষা দিতে পারবেন বলে জানা গিয়েছে। ৬ একর জায়গা জুড়ে তৈরি হয়েছে এই পরীক্ষাকেন্দ্রে। পটনার এই পরীক্ষা কেন্দ্র তৈরি হয়েছে পাঁচ তলা বহুতল জুড়ে। অনলাইন এবং অফলাইন সব মাধ্যমেই পরীক্ষা দেওয়ার ব্যবস্থা রয়েছে এই কেন্দ্রে। অর্থাৎ বিভিন্ন সংস্থা নিয়োগের জন্য পরীক্ষা নেওয়ার কাজে এই কেন্দ্র ব্যবহার করতে পারবেন।

বুধবার উদ্বোধনের পরক বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার পরীক্ষাকেন্দ্রের বিভিন্ন তল ঘুরে দেখেন। তিনি সাংবাদিকদের জানিয়েছেন, এই পরীক্ষাকেন্দ্র তৈরিতে ২৬১.১১ কোটি টাকা খরচ হয়েছে। এই পরীক্ষা কেন্দ্রে ২টি ব্লক রয়েছে। এর পাশাপাশি ইঞ্জিনিয়ারিং এবং মেডিক্যাল প্রবেশিকা পরীক্ষার প্রস্তুতি হিসাবে মেধাবী অথচ দুঃস্থ পড়ুয়াদের বিনামূল্যে কোচিংয়ের ব্যবস্থা করার কথাও জানিয়েছেন তিনি।