মাও আদর্শ ‘ফাঁপা’, দান্তেওয়াড়ায় আত্মসমর্পণ তিন নকশালের

দান্তেওয়াড়া(Dantewada)-র পুলিশ সুপার অভিষেক পল্লব জানান, "লোন ভারাতু" (Lon Varratu) কর্মসূচির অধীনে এক মহিলা সহ মোট তিনজন নকশাল জঙ্গি গতকাল পুলিশ ও সিআরপিএফ (CRPF)-র কাছে আত্মসমর্পণ করেছে।

মাও আদর্শ 'ফাঁপা', দান্তেওয়াড়ায় আত্মসমর্পণ তিন নকশালের
প্রতীকী চিত্র।
Follow Us:
| Updated on: Feb 28, 2021 | 6:04 PM

দান্তেওয়াড়া: বছর পার করেও ব্যাপক সাড়া মিলছে “লোন ভারাতু”(Lon Varratu) কর্মসূচির। শনিবার ছত্তিশগঢ়ের মাওবাদী অধ্যুষিত দান্তেওয়াড়া(Dantewada)-এ আত্মসমর্পণ করলেন তিন নকশাল (Naxal) জঙ্গি। এদের মধ্যে একজনের উপর তিন লাখ টাকার পুরস্কারও ঘোষণা করেছিল কেন্দ্র।

রবিবার দান্তেওয়াড়ার পুলিশ সুপার অভিষেক পল্লব জানান, এক মহিলা সহ মোট তিনজন নকশাল জঙ্গি গতকাল পুলিশ ও সিআরপিএফের কাছে আত্মসমর্পণ করেছে। তাঁদের মতে, বর্তমানে মাও আদর্শ দিশাহীন। তাঁরা “লোন ভারাতু” কর্মসূচিতেই উদ্বুদ্ধ হয়ে এই সিদ্ধান্ত নিয়েছেন। পুলিশ সূত্রে জানা গিয়েছে আত্মসমর্পণকারী নকশালরা হলেন সুরেশ কাদতি (৩৫), সোনু মাদকাম (২৫) ও যোগী মারকাম (২৭)।

আত্মসমর্পণকারীদের মধ্যে সুরেশের উপর তিন লাখ টাকার পুরস্কার ঘোষণা করেছিল সরকার। তাঁর বিরুদ্ধে ২০০৭ সালে বিজাপুরে রানিবদলি পুলিশ আউটপোস্টের সামনে হামলা চালানোর অভিযোগ অভিযোগ ছিল। সেই হামলায় ৫৫ জন সেনা জওয়ান প্রাণ হারিয়েছিলেন। একইসঙ্গে ২০০৬ সালে ছত্তিশগঢ় সশস্ত্রবাহিনীর উপর হামলা এবং ২০০৮ সালে মোদাকপালে আত্মঘাতী হামলার পিছনেও তাঁর হাত ছিল বলে অভিযোগ।

আরও পড়ুন: ‘রাহুল ভাইয়া ছুটিতে ছিলেন’, মৎস্যমন্ত্রক বিতর্কে নয়া ইন্ধন শাহের

অপর আত্মসমর্পণকারী সোনু মাদকাম জনমিলিশিয়ার একজন সক্রিয় কর্মী ছিলেন। মাওবাদী পোস্টার লাগানো, গাড়িতে আগুন লাগানো ও রাস্তার ক্ষতি করতেন তিনি বলেই অভিযোগ। অন্যদিকে, মহিলা ক্যাডার যোগী মারকাম চেতনা নাট্যমণ্ডলীর সদস্য ছিলেন বলে জানা গিয়েছে।

গত বছরের জুন মাসে লোন ভারাতু নামক একটি কর্মসূচির উদ্বোধন করে রাজ্য। এই কর্মসূচির মাধ্যমে নকশালদের স্বাভাবিক জীবনযাত্রায় ফেরানোর প্রচেষ্টা চালানো হচ্ছে। এখনও অবধি মোট ৩১৯ জন নকশাল আত্মসমর্পণ করেছেন বলেই জানা পুলিশ আধিকারিক। যাঁরা আত্মসমর্পণ করেছেন, তাঁদের বিভিন্ন কারিগরী প্রশিক্ষণ দেওয়া হচ্ছে বলেও জানান তিনি।

আরও পড়ুন: হোয়াটসঅ্যাপে প্রশ্ন ফাঁস, দেশজুড়ে বাতিল সেনা নিয়োগের পরীক্ষা