Jammu Kashmir: উপত্যকায় শুরু নিরাপত্তা বাহিনীর ধরপাকড়, জঙ্গিদের তথ্য পাচার করার সন্দেহে আটক ৩

3 People Detained in Jammu Kashmir: এ দিন যে তিনজন সন্দেহভাজন ব্যক্তিকে আটক করা হয়েছে, তারাও ওভার গ্রাউন্ড নেটওয়ার্কের জন্য কাজ করতেন বলে মনে করা হচ্ছে।

Jammu Kashmir: উপত্যকায় শুরু নিরাপত্তা বাহিনীর ধরপাকড়, জঙ্গিদের তথ্য পাচার করার সন্দেহে আটক ৩
কাশ্মীরে সেনা অভিযান। ফাইল ছবি
Follow Us:
| Edited By: | Updated on: Oct 17, 2021 | 12:38 PM

কাশ্মীর: উত্তপ্ত উপত্যকায় ফের ধরপাকড় শুরু করল নিরাপত্তা বাহিনী (Security Force)। রবিবার সকালেই জম্মু-কাশ্মীর(Jammu Kashmir)-র পুঞ্চ (Poonch) জেলার মেন্ধার থেকে তিনজনকে আটক করে নিরাপত্তা বাহিনী। তারা জঙ্গলে লুকিয়ে থাকা জঙ্গিদের মদত দিচ্ছিল বলে অভিযোগ।

একের পর এক জঙ্গিহানায় ক্রমশ উত্তপ্ত হয়ে উঠছে জম্মু-কাশ্মীর। শনিবারই উপত্যকায় এক ফুচকা বিক্রেতা ও কাঠের শ্রমিককে হত্যা করে জঙ্গিরা। বিগত কয়েক সপ্তাহ ধরেই সেনা বাহিনী ও উপত্যকার সাধারণ মানুষদের উপর লাগাতার হামলার জবাব দিতে প্রায় প্রতিদিনই জঙ্গিদের সঙ্গে এনকাউন্টারে জড়াচ্ছে পুলিশ ও নিরাপত্তা বাহিনী।

একের পর এক হামলা নিয়ে আগেই গোয়েন্দা সূত্রে জানানো হয়েছিল, পাক মদতপুষ্ট জঙ্গিদের উপত্যকায় আশ্রয় ও তথ্য দিয়ে সাহায্য করছে কয়েকজন। এদের ওভার গ্রাউন্ড নেটওয়ার্ক বলা হয়। সম্প্রতিই জাতীয় তদন্তকারী সংস্থা জম্মু-কাশ্মীর, উত্তর প্রদেশ, দিল্লি মিলিয়ে মোট ১৮টি জায়গায় তল্লাশি অভিযান চালিয়েছিল। তার আগে নিরাপত্তা বাহিনীও উপত্যকা থেকে প্রায় ৭০০ জনকে আটক করে, এদের মধ্যে ৫৭০ জনই কাশ্মীরের বাসিন্দা। যাদের আটক করা হয়েছিল, তাদের মধ্যে বেশ কয়েকজন জামাত-ই-ইসলামির সঙ্গে যুক্ত বলে সন্দেহ ছিল। এর পাশাপাশি একাধিক ওভার গ্রাউন্ড ওয়ার্কারও রয়েছে বলে সন্দেহ করা হচ্ছে।

এ দিনও যে তিনজন সন্দেহভাজন ব্যক্তিকে আটক করা হয়েছে, তারাও ওভার গ্রাউন্ড নেটওয়ার্কের জন্য কাজ করতেন বলে মনে করা হচ্ছে। তারা জঙ্গিদের উপত্যকায় নিরাপত্তা থেকে শুরু করে নানা ছোট বড় তথ্য জানিয়ে জঙ্গি কার্যকলাপে মদত দিতেন বলে সন্দেহ। বর্তমানে তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

মেন্ধারে বিগত এক সপ্তাহ ধরেই এনকাউন্টার অভিযান চলছে। জঙ্গলের ভিতরে জঙ্গিদের গোপন ঘাঁটি খুঁজতে গিয়ে গুলির লড়াইয়ে ৯ জন সেনা জওয়ানের মৃত্যুও হয়েছে। বিগত কয়েক মাস ধরেই সংখ্যালঘুদের নিশানা করে যে হামলা হচ্ছে, তা রুখতেই এই জঙ্গি দমন অভিযান শুরু করেছে নিরাপত্তা বাহিনী, এমনটাই জানানো হয়েছে। একইসঙ্গে বর্তমান পরিস্থিতি পর্যালোচনা করে কেন্দ্রের তরফেও শ্রীনগরে কেন্দ্রীয় গোয়েন্দা বিভাগের এক শীর্ষ আধিকারিককে পাঠানো হয়েছে। তিনি জঙ্গি দমন অভিযানগুলি পরিচালন করবেন বলে জানা গিয়েছে।

সরকারি তথ্য অনুযায়ী, ২০২১ সালে এখনও অবধি জঙ্গি হানায় ২৮ জন সাধারণ নাগরিকের মৃত্যু হয়েছে।  এদের মধ্যে ৫ জন হিন্দু ও শিখ সম্প্রদায়ের মানুষ। দুইজন পরিযায়ী শ্রমিকও ছিলেন। এছাড়াও এক কাশ্মীরী পণ্ডিতকেও তাঁর দোকানে ঢুকে হত্যা করে জঙ্গিরা। তিনদিন পরেই একটি স্কুলে ঢুকে প্রধান শিক্ষক ও অপর এক শিক্ষককে হত্যা করে জঙ্গিরা। চলতি মাসেই উপত্যকা সফরে যাওয়ার কথা রয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের। তার আগেই এই ধরনের একের পর এক হামলা যথেষ্টই উদ্বেগ বাড়িয়েছে।

আরও পড়ুন: Kerala Flood: নিম্নচাপ শক্তি হারাতেই উদ্ধারকার্যে নামল এনডিআরএফ, ক্ষোভ ত্রাণ শিবির ঘিরে 

Moonmoon Sen: পিতৃহারা রিয়া-রাইমা, প্রয়াত মুনমুনের স্বামী ভরত দেববর্মা
Moonmoon Sen: পিতৃহারা রিয়া-রাইমা, প্রয়াত মুনমুনের স্বামী ভরত দেববর্মা
কার্তিক পুজোর এক ইতিহাস বর্তমান কাটোয়ার অলি-গলিতে
কার্তিক পুজোর এক ইতিহাস বর্তমান কাটোয়ার অলি-গলিতে
শিয়ালদহ আদালত সঞ্জয়, পুলিশর কাণ্ডকারখানায় ফিরল কুণাল ঘোষের স্মৃতি!
শিয়ালদহ আদালত সঞ্জয়, পুলিশর কাণ্ডকারখানায় ফিরল কুণাল ঘোষের স্মৃতি!
সুশান্ত ঘোষের উপর হামলা, শাসকদলের গোষ্ঠীকোন্দলকেই দায়ী করলেন শমীক
সুশান্ত ঘোষের উপর হামলা, শাসকদলের গোষ্ঠীকোন্দলকেই দায়ী করলেন শমীক
২০২৬-এর ভবিষ্যদ্বাণী কল্যাণের, শুনেই সুর চড়ালেন সুকান্ত-অধীর-সৃজন
২০২৬-এর ভবিষ্যদ্বাণী কল্যাণের, শুনেই সুর চড়ালেন সুকান্ত-অধীর-সৃজন
সুশান্ত ঘোষকে খুনের চেষ্টা প্রসঙ্গে মুখে কুলুপ কুণাল ঘোষের?
সুশান্ত ঘোষকে খুনের চেষ্টা প্রসঙ্গে মুখে কুলুপ কুণাল ঘোষের?
মনোজ মিত্র, বাংলা নাটকের অমূল্য রত্ন, কেমন ছিল তাঁর এই চলার পথ?
মনোজ মিত্র, বাংলা নাটকের অমূল্য রত্ন, কেমন ছিল তাঁর এই চলার পথ?
Govinda: নির্বাচনী প্রচারের মাঝে অসুস্থ গোবিন্দা, তড়িঘড়ি ফিরলেন মুম্
Govinda: নির্বাচনী প্রচারের মাঝে অসুস্থ গোবিন্দা, তড়িঘড়ি ফিরলেন মুম্
কেন নিশানায় সুশান্ত? কসবার মাটিতেই লুকিয়ে রহস্য?
কেন নিশানায় সুশান্ত? কসবার মাটিতেই লুকিয়ে রহস্য?
কাঞ্চনের কোন সিক্রেট ফাঁস করলেন শ্রীময়ী?
কাঞ্চনের কোন সিক্রেট ফাঁস করলেন শ্রীময়ী?