একদিনে করোনা আক্রান্ত ৩১ হাজার, কমছে চিকিৎসাধীন রোগীর সংখ্যা!
দিল্লির স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দ্র জৈন বুধবার একাধিক টুইট করে জানিয়েছেন, রাজধানী করোনা লড়াইয়ে জিতছে।
নয়া দিল্লি: দেশে গত ২৪ ঘন্টায় করোনা (COVID-19) আক্রান্ত হয়েছেন ৩১ হাজার ৫২১ জন। যার দরুন দেশে এখন মোট করোনা আক্রান্তর সংখ্যা ৯৭ লক্ষ ৬৭ হাজার ৩৭১। গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন ৪১২ জন। এপর্যন্ত দেশে মোট করোনার বলি ১ লক্ষ ৪১ হাজার ৭৭২ জন। এখন করোনায় মৃত্যুর হার ১.৪২ শতাংশ।
দেশে সক্রিয় করোনা আক্রান্তর সংখ্যা ৬,৬১৬ কমে এখন ৩ লক্ষ ৭২ হাজার ২৯৩। গত ২৪ ঘন্টায় করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন ৩৭ হাজার ৭২৫ জন। দেশের মোট করোনা আক্রান্তের মাত্র ৩.৮১ শতাংশ এখন চিকিৎসাধীন। স্বাস্থ্য মন্ত্রকের তরফে বুধবার জানানো হয়েছে দেশে এখন রোজ ১০ লক্ষ করোনা পরীক্ষা হচ্ছে।
গত ২৪ ঘন্টায় সবচেয়ে বেশি করোনা আক্রান্ত হয়েছেন মহারাষ্ট্রে। সেখানে একদিনে করোনা আক্রান্ত হয়েছেন ৪ হাজার ৯৮১ জন। কেরলে গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হয়েছেন ৪ হাজার ৮৭৫ জন। পশ্চিমবঙ্গে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন আরও ২ হাজার ৯৫৬ জন।
দিল্লির স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দ্র জৈন বুধবার একাধিক টুইট করে জানিয়েছেন, রাজধানী করোনা লড়াইয়ে জিতছে। বুধবার দিল্লিতে করোনা আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন ৫০ জন। যা পয়লা নভেম্বরের পরে সবচেয়ে কম।
আরও পড়ুন: নতুন সংসদ ভবনের ভূমিপুজো আজ, থাকবেন প্রধানমন্ত্রী
দেশে করোনা আক্রান্তর সংখ্যা ২০ লক্ষ পার করেছিল ৭ অগস্ট। ৩০ লক্ষ পেরোয় ২৩ অগস্ট। ৪০ লক্ষ হয় ৭ সেপ্টেম্বর। ৬০ লক্ষ হয় ২৮ সেপ্টেম্বর। ১১ অক্টোবর দেশে করোনা আক্রান্ত সংখ্যা গিয়ে দাঁড়ায় ৭০ লক্ষ। ২৯ অক্টোবর ৮০ লক্ষর মাত্রা ছাড়ায় করোনা আক্রান্তর সংখ্যা। ৯০ লক্ষ হয় ২০ নভেম্বর।