AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Accident: বাসের একেবারে সামনে হঠাৎ চলে এল বাইক, চাকায় এমনভাবে পিষল যে ছিঁড়ে পড়ে গেল হাত!

Accident: ইসমাইলের বাইক বাই লেন পরিবর্তন করছিল, এই সময়ে হঠাৎ বাসের সঙ্গে ধাক্কা লাগে। বাইকের পিছনের অংশে ধাক্কা লাগতেই ইসমাইল পড়ে যায়, বাসের চাকায় পিষে তার হাত ছিন্ন হয়ে যায়।

Accident: বাসের একেবারে সামনে হঠাৎ চলে এল বাইক, চাকায় এমনভাবে পিষল যে ছিঁড়ে পড়ে গেল হাত!
দুর্ঘটনায় কাটা পড়ে হাত।Image Credit: X
| Updated on: May 03, 2025 | 1:04 PM
Share

মুম্বই: বাসের ধাক্কায় কাটা পড়ল এক যুবকের হাত। রাস্তাতেই ছটফট করছিলেন যুবক। ঘটনার আকস্মিকতায় থতমত খেয়ে যান পথচারীরাও। পরে যুবককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

ঘটনাটি ঘটেছে মুম্বইয়ের আন্ধেরিতে। মুম্বইয়ের সরকারি বাস, বৃহ্নমুম্বই মিউনিসিপাল কর্পোরেশনের বাসের সঙ্গে ধাক্কা লাগে একটি বাইকের। চালক ছিটকে পড়ে যান এবং তাঁর হাতের উপর দিয়ে বাস চলে যায়। বাস সরতেই দেখা যায়, কনুই থেকে হাত ছিড়ে আলাদা হয়ে গিয়েছে।

জানা গিয়েছে, আহত যুবকের নাম ইসমাইল সুরাটওয়ালা (৩৫)। ইসমাইলের বাইক বাই লেন পরিবর্তন করছিল, এই সময়ে হঠাৎ বাসের সঙ্গে ধাক্কা লাগে। বাইকের পিছনের অংশে ধাক্কা লাগতেই ইসমাইল পড়ে যায়, বাসের চাকায় পিষে তার হাত ছিন্ন হয়ে যায়।

পুলিশের তরফে জানানো হয়েছে, বাইক চালকেরই দোষ ছিল। বাই লেন থেকে মেইন রুটে উঠতে গিয়ে আচমকা বাসের সামনে চলে আসে বাইকটি। ওই সময়ই সিগন্যাল বন্ধ হয়ে যায়। তাই বাসটি দাঁড়িয়ে পড়ে। তখনই বাইকের সঙ্গে ধাক্কা লাগে। বাসের পিছনের চাকার নীচে যুবকের হাত পিষে যায়।

পুলিশ ও পথচলতি মানুষ যুবককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। বাসটির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।