Bihar Train Accident: লাইনচ্যুত নর্থ ইস্ট এক্সপ্রেসের ২১টি কামরাই, বিহারে রেল দুর্ঘটনায় মৃত কমপক্ষে ৪

North East Express Accident: রাত সাড়ে ১১টা নাগাদ ঘটনাস্থলে এসে পৌঁছয় এনডিআরএফের দল। একে একে সমস্ত কামরা থেকে সুরক্ষিতভাবে উদ্ধার করে আনা হয় যাত্রীদের। গুরুতর আহত যাত্রীদের পটনার এইমসে নিয়ে যাওয়া হয়েছে। ঘটনাস্থল থেকে বাকি যাত্রীদের নিয়ে যাওয়ার জন্য ৬টি বাসের ব্যবস্থা করা হয়।

Bihar Train Accident: লাইনচ্যুত নর্থ ইস্ট এক্সপ্রেসের ২১টি কামরাই, বিহারে রেল দুর্ঘটনায় মৃত কমপক্ষে ৪
দুর্ঘটনাগ্রস্ত ট্রেন থেকে যাত্রীদের বের করে আনছে এনডিআরএফ। Image Credit source: PTI
Follow Us:
| Edited By: | Updated on: Oct 12, 2023 | 6:28 AM

পটনা:  চার-পাঁচটি নয়, লাইনচ্যুত নর্থ ইস্ট এক্সপ্রেসের সবকটি কামরাই। বুধবার রাতে বিহারের বক্সার জেলার রঘুনাথপুর রেলওয়ে স্টেশনের কাছে লাইনচ্যুত হয় নর্থ ইস্ট এক্সপ্রেস (North-East Express)। প্রাথমিকভাবে ৪-৫টি কামরা লাইনচ্যুত হয়েছে বলে অনুমান করলেও, পরে পূর্ব-মধ্য রেলওয়ের (East-Central Railways) তরফে জানানো হল যে ট্রেনের ২১টি কামরাই লাইনচ্যুত হয়েছে। দুর্ঘটনায় এখনও অবধি চারজনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। আহত হয়েছেন আরও কমপক্ষে ৭০ জন যাত্রী।

জানা গিয়েছে, দিল্লির আনন্দ বিহার থেকে অসমের কামাখ্যায় যাচ্ছিল নর্থ ইস্ট এক্সপ্রেস। বিহারের রঘুনাথপুর রেলওয়ে স্টেশন পার করার পরই, রাত ৯টা ৫৩ মিনিট নাগাদ হঠাৎ দুর্ঘটনার মুখে পড়ে ট্রেনটি। দুটি এসি ৩ টায়ার কোচ একে অপরের উপরে উঠে যায়। চারটি কামরা লাইনচ্যুত হয়ে পাশের জমিতে পড়ে যায়।

দুর্ঘটনার পরই ঘটনাস্থলে এসে পৌঁছন পূর্ব-মধ্য রেলওয়ের শীর্ষ আধিকারিকরা। রাতের অন্ধকারে প্রাথমিকভাবে উদ্ধারকাজ শুরু করতে সামান্য বেগ পেতে হলেও, রাত সাড়ে ১১টা নাগাদ ঘটনাস্থলে এসে পৌঁছয় এনডিআরএফের দল। একে একে সমস্ত কামরা থেকে সুরক্ষিতভাবে উদ্ধার করে আনা হয় যাত্রীদের। গুরুতর আহত যাত্রীদের পটনার এইমসে নিয়ে যাওয়া হয়েছে।

ঘটনাস্থল থেকে বাকি যাত্রীদের নিয়ে যাওয়ার জন্য ৬টি বাসের ব্যবস্থা করা হয়। পাশাপাশি একটি রেকও খালি করে দেওয়া হয়। রাত দুটো নাগাদ কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব টুইট করে জানান যে উদ্ধারকাজ শেষ হয়েছে। যাত্রীদের গন্তব্যে পৌঁছে দেওয়ার জন্য বিশেষ ট্রেনের ব্য়বস্থা করা হচ্ছে।

কী কারণে এই দুর্ঘটনা ঘটল, তা এখনও জানা না গেলেও, প্রাথমিক তদন্তের পর রেলের তরফে জানানো হয়েছে, ২১টি কামরাই লাইনচ্যুত হয়েছে। চারটি কামরা সবথেকে ক্ষতিগ্রস্ত হয়েছে। এগুলি হল- এম২ (নবম কোচ), বি৭ (একাদশ কোচ), বি৪ (ষোড়শ কোচ) ও বি৫ (পঞ্চদশ কোচ)।

বক্সার পুলিশ সুপার মণীশ কুমার বলেন, “দুর্ঘটনায় এখনও অবধি চারজন যাত্রীর মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। আহত হয়েছেন কমপক্ষে ৭০ জন। তাদের নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। দুর্ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই উদ্ধারকাজ শুরু করা হয়েছে। ঘটনাস্থলে অ্যাম্বুল্যান্স ও চিকিৎসকরা হাজির রয়েছেন।”

এদিকে, দুর্ঘটনার জেরে দিল্লি-ডিব্রুগড় রাজধানী এক্সপ্রেস সহ কমপক্ষে ২১টি ট্রেনের রুট বদল করে দেওয়া হয়েছে। বাতিল করে দেওয়া হয়েছে দুটি ট্রেন, কাশী-পটনা জনশতাব্দী এক্সপ্রেস ও পটনা-কাশী জনশতাব্দী এক্সপ্রেস।