AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Physical Assault: ‘ভূত’ তাড়াতে গিয়ে তান্ত্রিকেরই বেরল এমন রূপ! ভয়ঙ্কর অবস্থা বছর ১৪-র মেয়েটির

UP Crime: নির্যাতিতার মা জানান, গত ২৪ ডিসেম্বর আচমকাই বাড়িতে আসেন বছর ৪৫-র ওই তান্ত্রিক। ওই তান্ত্রিক তাঁকে বোঝান যে তাঁর মেয়ের উপরে দুষ্ট আত্মা ভর করেছে। তিনি মন্ত্র পড়ে সেই আত্মা তাড়িয়ে দিতে পারবেন।

Physical Assault: 'ভূত' তাড়াতে গিয়ে তান্ত্রিকেরই বেরল এমন রূপ! ভয়ঙ্কর অবস্থা বছর ১৪-র মেয়েটির
প্রতীকী চিত্র।
| Edited By: | Updated on: Jan 02, 2023 | 8:05 AM
Share

লখনউ: হাশিখুশি মেয়েটা অসুস্থ হয়ে পড়েছিল হঠাৎই। দিনের পর দিন আচমকাই খিঁচুনি হত তাঁর। গ্রামের চিকিৎসকের কাছে নিয়ে গিয়েও খুব একটা লাভ হয়নি। বিগত তিন বছর ধরে বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে ঘুরে চিকিৎসা করালেও নিরাশই হতে হচ্ছিল ১৪ বছরের কিশোরীর মা-বাবাকে। সেই কারণেই বাড়ির দোরগোড়ায় এসে এক তান্ত্রিক যখন বলেছিলেন মেয়ের উপরে খারাপ আত্মা ভর করেছে, তন্ত্রসাধনা করে তাঁকে সুস্থ করে তুলতে পারবেন, তখন এক কথাতেই রাজি হয়ে গিয়েছিলেন কিশোরীর মা। কিন্তু ঝাড়ফুঁকের নামে মেয়ের সঙ্গে যে এমন পৈশাচিক আচরণ করবে তান্ত্রিক, তা কল্পনাও করতে পারেননি মহিলা। তন্ত্রসাধনার নামে ১৪ বছরের এক কিশোরীকে ধর্ষণের (Physical Assault) অভিযোগে রবিবার এক ব্যক্তিকে গ্রেফতার করল পুলিশ। ঘটনাটি ঘটেছে উত্তর প্রদেশে (Uttar Pradesh)।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, উত্তর প্রদেশের কৌসাম্বি জেলায় ঘটনাটি ঘটেছে। ১৪ বছরের এক কিশোরীকে ধর্ষণ করেন বছর ৪৫-র এক তান্ত্রিক।  নির্যাতিতার মায়ের অভিযোগের ভিত্তিতেই রবিবার তাঁকে গ্রেফতার করা হয়। জেরায় অভিযুক্ত অপরাধের কথা স্বীকার করে নিয়েছেন।

নির্যাতিতার মা জানান, বিগত তিন বছর ধরে এপিলেপ্সি রোগে ভুগছে তাঁর মেয়ে। শহরের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে নিয়ে গিয়ে তাঁর চিকিৎসা করান, কিন্তু কোনও চিকিৎসাতেই ফল মেলেনি। গত ২৪ ডিসেম্বর আচমকাই বাড়িতে আসেন বছর ৪৫-র ওই তান্ত্রিক। সেই সময় কিশোরীর বাবা বাড়ি ছিলেন না, মেয়েকে নিয়ে একাই ছিলেন তিনি। ওই তান্ত্রিক তাঁকে বোঝান যে তাঁর মেয়ের উপরে দুষ্ট আত্মা ভর করেছে। তিনি মন্ত্র পড়ে সেই আত্মা তাড়িয়ে দিতে পারবেন।

ওই ব্যক্তির কথায় ভরসাও করে নেন মহিলা। তান্ত্রিক তাঁর মেয়েকে ফাঁকা একটি জায়গায় নিয়ে যায়, সেখানে তাঁকে আসতে বারণ করেন। পরে ওই কিশোরী যখন বাড়ি ফেরে, তাঁর ছেঁড়া পোশাক ও শরীরে আঘাতের চিহ্ন দেখেই গোটা বিষয়টি বুঝতে পারেন। এরপরেই পুলিশে অভিযোগ করেন নির্যাতিতার বাবা। অভিযুক্তের বিরুদ্ধে পকসো আইন ও ভারতীয় দণ্ডবিধির বিভিন্ন ধারায় অভিযোগ দায়ের করা হয়েছে।