Krishna Sagar lake: সাঁতারের নেশাই কাল হল! লেকের জলে ডুবে প্রাণ গেল ৫ কিশোরের

গুজরাতে কৃষ্ণ সাগর লেকে সাঁতার কাটতে গিয়ে ডুবতে বসেছিল দুই কিশোর। তাদের বাঁচাতে গিয়ে জলে ঝাঁপ মারে তিন কিশোর। ওই পাঁচ কিশোরের ডুবে যাওয়ার বিষয়টি দেখেছিলেন সেখানে উপস্থিত স্থানীয় বাসিন্দারা। তাঁরা খবর দেয় পুলিশকে। পুলিশ এবং উদ্ধারকারী দল এসে ওই কিশোরদের বাঁচানোর চেষ্টা করেছিল।

Krishna Sagar lake: সাঁতারের নেশাই কাল হল! লেকের জলে ডুবে প্রাণ গেল ৫ কিশোরের
প্রতীকী ছবি
Follow Us:
| Edited By: | Updated on: May 14, 2023 | 3:14 PM

বোতাদ: জলাশয়ে সাঁতার কাটতে গিয়ে ডুবে মৃত্যু হল পাঁচ কিশোরের। শনিবার এই ঘটনা ঘটেছে গুজরাতের কৃষ্ণ সাগর লেকে। গুজরাতের বোতাদ শহরের বাসিন্দা এই নাবালকরা। জানা গিয়েছে, শনিবার বিকালে কৃষ্ণসাগর লেকে সাঁতার কাটছিল দুই কিশোর। সাঁতার কাটতে কাটতে ডুবে যাচ্ছিল তারা। সে সময় লেকের পাশে দাঁড়িয়ে ছিল তিন কিশোর। ওই দুই কিশোর ডুবে যাচ্ছে দেখে তাদের বাঁচাতে লেকের জলে ঝাঁপ মারে বাকি তিন কিশোর। কিন্তু ডুবতে থাকা ২ জন কিশোরকে তারা তো বাঁচাতে পারেইনি। উল্টে ওই তিন কিশোরও ডুবে গিয়েছে বলে জানা গিয়েছে। এর জেরে কৃষ্ণ সাগর লেকে মোট পাঁচ কিশোরের মৃত্যু হয়েছে।

গুজরাতে কৃষ্ণ সাগর লেকে সাঁতার কাটতে গিয়ে ডুবতে বসেছিল দুই কিশোর। তাদের বাঁচাতে গিয়ে জলে ঝাঁপ মারে তিন কিশোর। ওই পাঁচ কিশোরের ডুবে যাওয়ার বিষয়টি দেখেছিলেন সেখানে উপস্থিত স্থানীয় বাসিন্দারা। তাঁরা খবর দেয় পুলিশকে। পুলিশ এবং উদ্ধারকারী দল এসে ওই কিশোরদের বাঁচানোর চেষ্টা করেছিল। কিন্তু তা সম্ভব হয়নি। উদ্ধারকারী দল লেকের জল থেকে কিশোরদের দেহ উদ্ধার করে। জানা গিয়েছে ওই কিশোরদের বয়স ১৬ থেকে ১৭ বছরের মধ্যে।

ঘটনা নিয়ে বোতাদ জেলার পুলিশ সুপার কিশোর বালোলিয়া বলেছেন, “বোতাদ শহরের বাইরে কৃষ্ণ সাগর লেকে সাঁতার কাটতে নেমে তলিয়ে গিয়েছে পাঁচ কিশোর। দুজন সাঁতার কাটছিল। তারা ডুবে যেতে বসায় বাকি তিন জন বাঁচানোর চেষ্টা করে। পাঁচ জনেরই জলে ডুবে মৃত্যু হয়েছে। মৃতদের সকলেরই বয় ১৬-১৭ বছর। ঘটনার তদন্ত চলছে।”