কুস্তির আখড়ায় চলছিল প্রশিক্ষণ, আচমকাই বন্দুকবাজের এলোপাথাড়ি গুলিতে প্রাণ হারাল ৫ জন

গতকাল সন্ধেবেলায় আচমকাই চড়াও হয় এক কুস্তি প্রশিক্ষক। আখড়ায় উপস্থিত কুস্তিগীরদের উপর এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করেন তিনি।

কুস্তির আখড়ায় চলছিল প্রশিক্ষণ, আচমকাই বন্দুকবাজের এলোপাথাড়ি গুলিতে প্রাণ হারাল ৫ জন
প্রতীকী চিত্র।
Follow Us:
| Updated on: Feb 13, 2021 | 12:35 PM

রোহতক: কুস্তির আখড়ায় চলল গুলি, প্রাণ হারালেন পাঁচজন। গুরুতর আহত হয়েছেন আরও দুই জন। শুক্রবার সন্ধেবেলায় হরিয়ানার রোহতকে একটি কুস্তির আখড়ায় গুলি চালায় এক বন্দুকবাজ, ঘটনাস্থানেই প্রাণ হারান পাঁচজন। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। প্রাথমিক তদন্তে তাঁদের সন্দেহ, অন্য একজন কুস্তি প্রশিক্ষকই গুলি চালিয়েছেন। পুরনো কোনও শত্রুতার কারণেই এই হামলা চালানো হয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গতকাল সন্ধেবেলায় রোহতকের একটি বেসরকারি কলেজের পাশেই অবস্থিত মেহার সিং আখাড়ায় কুস্তির প্রশিক্ষণ চলছিল। এইসময় আচমকাই চড়াও হয় এক বন্দুকবাজ। আখড়ায় উপস্থিত ব্যক্তিদের লক্ষ্য করে সে এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে।

আরও পড়ুন: যত্রতত্র, যখন তখন প্রতিবাদের অধিকার ফলানো যায় না: সুপ্রিম কোর্ট

ওই আখড়ার প্রশিক্ষক মনোজ কুমার, তাঁর স্ত্রী সাক্ষী, অপর এক কুস্তি প্রশিক্ষক সতীশ কুমার, প্রদীপ মালিক ও পুজা-এই পাঁচজন নিহত হন। আহতদের মধ্যে তিনবছরের একটি শিশুও রয়েছে বলে জানা গিয়েছে। আহতদের চিকিৎসা চলছে রোহতকের পোস্ট গ্রাজুয়েট ইন্সটিটিউট অব মেডিক্যাল সায়েন্স হাসপাতালে চিকিৎসা চলছে।

ঘটনার তদন্তে ইতিমধ্যেই বিশাল সংখ্যক পুলিশ ও ফরেন্সিক টিম পাঠানো হয়েছে। এই বিষয়ে  রোহতকের পুলিশ সুপার রাহুল শর্মা ঘটনাস্থান পরিদর্শন করে বলেন, “হামলায় তিনজনের মৃত্যু হয়েছে ও কয়েকজন আহত হয়েছেন। ঘটনার তদন্তে আমরা একটি পুলিশের টিম পাঠিয়েছি। এখনও অবধি ঘটনার পিছনে কারণ ও অভিযুক্তদের সম্পর্কে কিছু জানা যায়নি।”

পরবর্তী সময়ে নাম প্রকাশে অনিচ্ছুক এক পুলিস আধিকারিক জানান, তিনজন নয়, গুলি চালনার ঘটনায় মোট পাঁচজনের মৃত্যু হয়েছে। প্রাথমিক তদন্তে মনে করা হচ্ছে পুরনো কোনও শত্রুতার জেরেই এই হামলা চালানো হয়েছে। ঘটনায় মূল অভিযুক্তও একজন কুস্তি প্রশিক্ষক। তিনি পার্শ্ববর্তী বরোদা গ্রামেরই বাসিন্দা। অভিযুক্তের খোঁজ চালাচ্ছে পুলিশ।