পিকের বাড়িতে চলল বুলডোজার, মুহূর্তে গুঁড়িয়ে গেল বাড়ির দেওয়াল
২০১৫ সালে নীতীশ কুমার বিহারের মুখ্যমন্ত্রী হওয়ার পর জেডিইউয়ের ভাইস প্রেসিডেন্ট হন পিকে। কিন্তু সময়ের সঙ্গে সে সম্পর্কে চিড় ধরে।
বক্সার: তৃণমূলের ভোটকুশলী প্রশান্ত কিশোরের পৈত্রিক বাড়িতে বুলডোজার চালানো হল। শুক্রবার বুলডোজার চালিয়ে ভেঙে দেওয়া হয় তাঁর বক্সারের অহিরৌলির বাড়ির একাংশ। বক্সার প্রশাসনের দাবি, পিকে’র বাড়ির এই অংশ জাতীয় সড়ক কর্তৃপক্ষের জমিতে। তাই তা ভাঙা হয়েছে। তবে এর পিছনে বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের সঙ্গে তাঁর সম্পর্কের সমীকরণের কোনও প্রভাব রয়েছে কি না তা নিয়ে সংশয় প্রকাশ করছে রাজনৈতিক মহলের একাংশ।
পিকের এই বাড়ি ৮৪ নম্বর জাতীয় সড়কের পাশে। তাঁর বাবা বাড়িটি তৈরি করেছিলেন। বক্সার প্রশাসনের দাবি, জাতীয় সড়ক সম্প্রসারণের কাজ চলছে। সেই কাজে অধিগৃহীত জমি খালি করা হচ্ছে। প্রশান্তের বাড়ির একাংশ তার মধ্যে পড়েছিল। তাই তার পাঁচিলটি ভাঙতে হল। এর মধ্যে কোনও রাজনীতি নেই বলেও দাবি তাদের।
আরও পড়ুন: অমৃতসর নয়, শুক্রবারের ভূমিকম্পের উৎস তাজাকিস্তান-চিন
এক সময় নীতীশ কুমারের জনতা দল (ইউনাইটেড) বা জেডিইউয়ের গুরুত্বপূর্ণ পদ সামলেছেন পিকে। সে সময় নীতীশের একেবারে ছায়াসঙ্গী ছিলেন তিনি। বিহারের মুখ্যমন্ত্রীর ভোট রণকৌশলী হিসাবে একের পর এক সাফল্যের শিরোপা উঠেছিল পিকের শিরে।
Why @UtkarshSingh_ any more update..?
Any reaction from @PrashantKishor https://t.co/jwgjOkQgmV
— deepak kumar deep (@tulludeepakdeep) February 12, 2021
২০১৫ সালে নীতীশ কুমার বিহারের মুখ্যমন্ত্রী হওয়ার পর জেডিইউয়ের ভাইস প্রেসিডেন্ট হন পিকে। কিন্তু সময়ের সঙ্গে সে সম্পর্কে চিড় ধরে। ২০২০ সালে এনআরসি নিয়ে যখন বিরোধী শিবির সরব, নীতীশের উল্টো সুর শোনা গিয়েছিল পিকের গলায়। তিনি এনআরসির বিরোধিতা করেন। এরপরই জেডিইউ থেকে সরে দাঁড়াতে হয় তাঁকে। বহিষ্কার করা হয় দল থেকে। এবার সেই পিকের পৈত্রিক বাড়ির পাঁচিল ভেঙে, দরজা উপরে ফেলে দেওয়া হল ১০ মিনিটে।