Indians Stranded in Ukraine: এখনও ইউক্রেনে আটকে ৫০ জন ভারতীয়! কী পরিস্থিতি তাদের, জানালেন কেন্দ্রীয় মন্ত্রী

TV9 Bangla Digital | Edited By: ঈপ্সা চ্যাটার্জী

Apr 01, 2022 | 10:59 AM

Indians Stranded in Ukraine: ইউক্রেন থেকে সমস্ত ভারতীয়দের ফিরিয়ে আনা হয়নি, রাজ্যসভায় এমনটাই জানালেন বিদেশ প্রতিমন্ত্রী মীনাক্ষী লেখি। তিনি জানান, এখনও অবধি ৫০ জন ভারতীয় ইউক্রেনে আটকে রয়েছেন, এদের মধ্যে কয়েকজন দেশে ফিরে আসতে চান।

Indians Stranded in Ukraine: এখনও ইউক্রেনে আটকে ৫০ জন ভারতীয়! কী পরিস্থিতি তাদের, জানালেন কেন্দ্রীয় মন্ত্রী
মীনাক্ষী লেখি। ফাইল চিত্র

Follow Us

নয়া দিল্লি: ইউক্রেনের (Ukraine) উপরে রাশিয়ার সেনা হামলা চালানোর পরই, কেন্দ্রের উদ্যোগে যুদ্ধ বিধ্বস্ত ইউক্রেন থেকে ফিরিয়ে আনা হয়েছে ভারতীয় পড়ুয়াদের (Indian Students)। অপারেশন গঙ্গার (Operation Ganga) অধীনে এখনও অবধি প্রায় ২০ হাজারেরও বেশি ভারতীয়কে ফিরিয়ে আনা হয়েছে। কিন্তু এখনও ইউক্রেন থেকে সমস্ত ভারতীয়দের ফিরিয়ে আনা হয়নি, রাজ্যসভায় এমনটাই জানালেন বিদেশ প্রতিমন্ত্রী মীনাক্ষী লেখি (Meenakshi Lekhi)। তিনি জানান, এখনও অবধি ৫০ জন ভারতীয় ইউক্রেনে আটকে রয়েছেন, এদের মধ্যে কয়েকজন দেশে ফিরে আসতে চান।

বৃহস্পতিবারই কেন্দ্রীয় বিদেশ প্রতিমন্ত্রী মীনাক্ষী লেখি রাজ্যসভায় জানান, কিয়েভের দূতাবাস সূত্রে জানা গিয়েছে যে এখনও ইউক্রেনে প্রায় ৫০ জন ভারতীয় আটকে রয়েছেন। তবে তাদের মধ্যে খুব সামান্য ভারতীয়ই দেশে ফিরতে চান। যারা দেশে ফিরতে চান, তাদের ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হচ্ছে দূতাবাসের তরফে। এখনও অবধি ২২ হাজার ৫০০ জন ভারতীয়কে ইউক্রেন থেকে ফিরিয়ে আনা হয়েছে বলেও তিনি জানান।

উল্লেখ্য, গত ২৪ ফেব্রুয়ারি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের উপরে সামরিক অভিযানের ঘোষণা করেন। রুশ সেনা ইউক্রেনে হামলা চালানোর পরই সে দেশের এয়ারস্পেস বন্ধ করে দেওয়া হয়। ফলে যুদ্ধের মাঝেই আটকে পড়েন ভারতীয়রা। এদের মধ্যে অধিকাংশই মেডিকেল পড়ুয়া।

যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন থেকে ভারতীয়দের ফিরিয়ে আনতেই কেন্দ্রের তরফে অপারেশন গঙ্গা শুরু করা হয়। ভারতীয় বায়ু সেনা থেকে শুরু করে ইন্ডিগো, স্পাইসজেট সহ একাধিক বেসরকারি উড়ান সংস্থাও দফায় দফায় ইউক্রেনে আটকে থাকা ভারতীয়দের ফিরিয়ে আনা হয়। ইউক্রেনের এয়ারস্পেস বন্ধ থাকায়, পার্শ্ববর্তী হাঙ্গেরি, স্লোভাকিয়া, পোল্যান্ডের সীমান্ত থেকে ভারতীয়দের উদ্ধার করে আনা হয়।

আরও পড়ুন: Commercial LPG Cylinder Price Hike: পেট্রোল-ডিজেলের পর এবার এলপিজি সিলিন্ডার, একলাফেই ২৬৮ টাকা বাড়ল গ্যাসের দাম!

Next Article