নয়ডা: বিয়ে করতে যাচ্ছে বাড়ির বড় ছেলে। তাই জাকজমকের কোনও অভাব রাখা হয়নি। ঘোড়ায় ওঠার আগেই প্রথা মেনে বন্দুক দিয়ে গুলিও (Gun Fire) চালানো হয়েছিল। তবে একটা বন্দুকের গুলিই যে এমন বিপত্তি ডেকে আনবে, তা কল্পনাও করতে পারেননি আমন্ত্রিতরা। মাটিতে গুলি লেগেই তা ছিটকে যায় আমন্ত্রিতদের গায়ে। এদিকে, গুলির শব্দ হতেই ঘোড়ার লাফালাফিতে আহত হন পাত্রপক্ষের তরফে ছয়জন। এরমধ্যে এক বছরের শিশুও রয়েছে বলে জানা গিয়েছে। ঘটনাটি ঘটেছে উত্তর প্রদেশের (Uttar Pradesh) গ্রেটার নয়ডায় (Greater Noida)।
পুলিশের তরফে জানানো হয়েছে, সোমবার রাতে গ্রেটার নয়ডার বাদলপুর এলাকায় একটি বিয়ের অনুষ্ঠান ছিল। রীতি মেনেই ঘোড়ায় চড়ে বিয়ে করতে যাওয়ার কথা ছিল পাত্রের। বরযাত্রীরাও সকলেই উপস্থিত ছিলেন। বাজনা বাজিয়ে শুরু করা হচ্ছিল বরের যাত্রার, সেই সময়ই আমন্ত্রিত এক ব্যক্তি শূন্যে গুলি চালানোর বদলে ভুলবশত মাটির দিকে তাক করেই গুলি চালান।
গুলির বিকট শব্দে আতঙ্কিত হয়ে পড়ে নিরীহ ঘোড়াটি। ভিড়ের মাঝখান থেকে পালানোর জন্য সে লাফালাফি শুরু করে। এদিকে, কার্তুজের টুকরোও মাটিতে ধাক্কা খেয়ে উপস্থিত অতিথিদের গায়ে ছিটকে লাগে। গোটা ঘটনায় এক বছরের শিশু সহ মোট ছয়জন আহত হন। বর্তমানে তারা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গিয়েছে।
উত্তর প্রদেশে যেকোনও উৎসব বা উদযাপনের জন্য গুলি চালনা নিষিদ্ধ। সেই নিয়ম ভাঙার জন্যই বরপক্ষের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। যে ব্যক্তি গুলি চালিয়েছিলেন, তাঁর খোঁজ শুরু করেছে পুলিশ।