PM Modi’s Image: শুধু রুবিক কিউব সলভ নয়, সেই কিউব দিয়ে প্রধানমন্ত্রীর ছবি বানিয়ে তাক লাগাল ৬ বছরের খুদে
Rubic Cube: ছোট রুবিক কিউব, যার চারদিকে নানা রঙ থাকে। রঙের সঙ্গে রঙ মিলিয়ে এই কিউব সমাধান করতে হয়। শুধু এই কিউব মেলাতে দক্ষ নয় বিদত, সেই কিউব দিয়ে সে ছবিও তৈরি করতে পারে।

হায়দরাবাদ: ৬ বছরের খুদে, এই বয়সেই তাঁর অসাধারণ কীর্তিতে চমকে গেল সকলে। বড়রাও যেখানে রুবিক কিউব সলভ করতে পারেন না, সেখানে এই খুদে নিজে হাতে রুবিক কিউব দিয়ে তৈরি করেছে প্রধানমন্ত্রীর ছবি।
তেলঙ্গানার করিমনগরের বাসিন্দা বিদত রেড্ডি। ওই খুদে রুবিক কিউব দিয়ে বানিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছবি। এমন শিল্পকলা তৈরি করতে দক্ষ শিল্পীরাও হিমশিম খান। সেখানেই ওই খুদে নিজে রুবিক কিউব দিয়ে প্রধানমন্ত্রীর ছবি তৈরি করেছে।
ছোট রুবিক কিউব, যার চারদিকে নানা রঙ থাকে। রঙের সঙ্গে রঙ মিলিয়ে এই কিউব সমাধান করতে হয়। শুধু এই কিউব মেলাতে দক্ষ নয় বিদত, সেই কিউব দিয়ে সে ছবিও তৈরি করতে পারে। সম্প্রতিই ৯৯টি রুবিক কিউব দিয়ে প্রধানমন্ত্রী মোদীর ছবি তৈরি করেছে। তাও আবার মাত্র ২০ মিনিটের মধ্যে এই ছবি তৈরি করে তাক লাগিয়েছে সকলকে। এতটাই নিখুঁত সেই কাজ যে দেখলে বিশ্বাসই হবে না সদ্য কিন্ডারগার্ডেন পাশ করা শিশু এই শিল্পকলা তৈরি করেছে।
জানা গিয়েছে, যখন তিন বছর বয়স, সেই সময় থেকে রুবিক কিউব নিয়ে খেলা শুরু করে। এরপরে নিয়মিত অভ্যাস ও অনলাইনে ট্রেনিং নিয়ে রুবিক কিউব সলভ করার মাস্টার হয়ে ওঠে ওই খুদে। বর্তমানে সে রুবিক কিউব দিয়ে মুখমণ্ডলীও তৈরি করতে পারে। প্রথমে সে নিজের মা-বাবার ছবি তৈরি করেছিল। এরপর নিজের ছবিও তৈরি করে। সম্প্রতিই প্রধানমন্ত্রীর ছবি তৈরি করে তাক লাগিয়েছে সকলকে।
বর্তমানে হায়দরাবাদে বিশেষ ট্রেনিংও নিচ্ছে বিদত। প্রধানমন্ত্রী মোদীর পাশাপাশি পবন কল্যাণেরও ছবি বানিয়েছে রুবিক কিউব দিয়ে। তেলঙ্গানা কিউব চ্যাম্পিয়নশিপ ২০২৪ ও ডিসি ওপেন জুলাই হায়দরাবাদ ২০২৪-এও অংশ নিয়েছিল ছয় বছরের খুদে।

