Tamil Nadu Road Accident: হাসিঠাট্টা নিমেষে বদলে গেল বুকফাটা কান্নায়! বরযাত্রী বোঝাই বাস খাদে উল্টে মৃত্যু কমপক্ষে ৮ জনের

TV9 Bangla Digital | Edited By: ঈপ্সা চ্যাটার্জী

Mar 27, 2022 | 6:44 AM

Tamil Nadu Road Accident: জানা গিয়েছে, বাসে মোট ৫২ জন যাত্রী ছিল। দুর্ঘটনায় এখনও অবধি ৭ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। গুরুতর আহত হয়েছেন ৪৫ জন।

Tamil Nadu Road Accident: হাসিঠাট্টা নিমেষে বদলে গেল বুকফাটা কান্নায়! বরযাত্রী বোঝাই বাস খাদে উল্টে মৃত্যু কমপক্ষে ৮ জনের
খাদে পড়ে রয়েছে বাসটি। ছবি: টুইটার

Follow Us

চেন্নাই: মাঝরাতে ভয়াবহ দুর্ঘটনা, নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেল যাত্রীবাহী বাস (Bus Accident)। তামিলনাড়ুর (Tamil Nadu)  চিত্তুর জেলায় তিরুপতিতে একটি যাত্রীবাহী বাস উল্টে পড়ে যায় শনিবার মাঝরাতে। জানা গিয়েছে, বাসে মোট ৫২ জন যাত্রী ছিল। দুর্ঘটনায় এখনও অবধি ৭ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। গুরুতর আহত হয়েছেন ৪৫ জন। ইতিমধ্যেই উদ্ধারকার্য শুরু হয়েছে। আহতদের হাসপাতালে পাঠানো হচ্ছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার রাতে তামিলনাড়ুর অনন্তপুর জেলার ধর্মাভরম থেকে আসছিল বাসটি। তিরুচানুরে একটি বিয়ের অনুষ্ঠানে যাচ্ছিল বাসটি। ভোরবেলায় বিয়ের অনুষ্ঠান থাকায় রাতেই রওনা দিয়েছিল বাসটি। সেখানেই বিপত্তি হয়। মধ্যরাতে পাহাড়ি রাস্তায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায় বাসটি। সেই সময়ে বাসে উপস্থিত ছিলেন ৫২ জন বরযাত্রী। পাত্র সহ ৪০ থেকে ৪৫ জন বরযাত্রীকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। এরমধ্যে ১০জন শিশুও রয়েছে। দুর্ঘটনায় কমপক্ষে ৭ থেকে ৮ জনের মৃত্যু হয়েছে, একাধিক যাত্রীর অবস্থা আশঙ্কাজনক বলেই জানা গিয়েছে।

 

 

পুলিশের তরফে জানানো হয়েছে, শনিবার মধ্যরাতে চিত্তুর জেলায় তিরুপতির কাছে ভাকারাপেটগায় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। স্থানীয় বাসিন্দারাই প্রথমে দুর্ঘটনার খবর দেন। প্রায় ৫০ ফুট গভীর খাদে বাসটি পড়ে যাওয়ায় উদ্ধারকার্যে বেগ পেতে হচ্ছেে। রাজ্য সরকারের তরফেও উদ্ধারকারী দল পাঠানো হয়েছে। আহত যাত্রীদের স্থানীয় রুইয়া হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশের দাবি, মধ্যরাতে ঘুটঘুটে অন্ধকারে পাহাড়ের মোড় বুঝতে পারেননি বাস চালক। বাসের গতিও বেশি থাকায়, সজোরে ধাক্কা মেরে খাদে পড়ে যায় বাসটি। ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছেন তিরুপতির পুলিশ সুপার।

আরও পড়ুন: Mumbai Hacking Case: হ্যাকারের উৎপাতে ভাঙতে বসেছে বিয়ে! পুলিশের দ্বারস্থ মহিলা

আরও পড়ুন: PMGKAY Extension: ফের মেয়াদ বাড়াল কেন্দ্র! আরও ৬ মাস বিনামূল্যে মিলবে বর্ধিত রেশন 

Next Article