AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Death in Waterfall: ঝর্ণার মাঝে আঁকড়ে ধরে বাঁচার চেষ্টা, জলের ধাক্কায় মুহূর্তের মধ্যে ভেসে গেল সাতজনই

Death in Waterfall: সোমবার সকাল থেকেই বাঁধের জল বাড়তে শুরু করে। তা সত্ত্বেও কীভাবে ওই ঝর্ণার মাঝে চলে গেলেন পরিবারের সদস্যরা, তা স্পষ্ট নয়। উপস্থিত পর্যটকদের ক্যামেরায় দেখা যাচ্ছে, ঝর্ণার মাঝে পরিবারের সদস্যরা একে অপরকে জড়িয়ে দাঁড়িয়ে বাঁচার চেষ্টা করছে। একসঙ্গে দাঁড়িয়ে জলের স্রোতের বিরুদ্ধে লড়াই করার চেষ্টা করছে তারা।

Death in Waterfall: ঝর্ণার মাঝে আঁকড়ে ধরে বাঁচার চেষ্টা, জলের ধাক্কায় মুহূর্তের মধ্যে ভেসে গেল সাতজনই
জলপ্রপাতে ভেসে গেল পরিবারImage Credit: twitter
| Updated on: Jul 01, 2024 | 1:50 PM
Share

মুম্বই: বর্ষায় পাহাড়ে দৃশ্য উপভোগ করতে গিয়ে হঠাৎই ভয়াবহ দৃশ্যে চোখে পড়ে পর্যটকদের। প্রবল জলের তোড়ে মধ্যে একে অপরকে আঁকড়ে ধরে বাঁচার চেষ্টা করছে কয়েকজন। একটু কাছে যেতেই দেখা যায় এক মহিলা, একজন পুরুষ ও কয়েকজন শিশু আছে সেখানে। কিছু বুঝে ওঠার আগেই জলের তোড়ে ভেসে যায় ওই সাতজন। ওই পরিস্থিতিতে সাহায্য করার ক্ষমতাও ছিল না কারও। একের পর এক দেহ উদ্ধার করা হয়েছে।

জানা গিয়েছে, মুম্বই থেকে ৮০ কিলোমিটার দূরে ছুটি কাটাতে গিয়েছিল ওই পরিবার। পাহাড়ি ওই এলাকায় এমন বহু পরিবারই ছুটি কাটাতে যায় প্রতি বছর। বিশেষত বর্ষায় ওই পাহাড়ের সৌন্দর্য কয়েকগুন বেড়ে যায়। আর জলপ্রপাতের কাছে পিকনিক করতে যান অনেকেই। তবে প্রবল বৃষ্টি হওয়ায় ঝুঁকি বেড়া ক্রমশ।

সোমবার সকাল থেকেই বাঁধের জল বাড়তে শুরু করে। তা সত্ত্বেও কীভাবে ওই ঝর্ণার মাঝে চলে গেলেন পরিবারের সদস্যরা, তা স্পষ্ট নয়। উপস্থিত পর্যটকদের ক্যামেরায় দেখা যাচ্ছে, ঝর্ণার মাঝে পরিবারের সদস্যরা একে অপরকে জড়িয়ে দাঁড়িয়ে বাঁচার চেষ্টা করছে। একসঙ্গে দাঁড়িয়ে জলের স্রোতের বিরুদ্ধে লড়াই করার চেষ্টা করছে তারা। আর কয়েক সেকেন্ডের মধ্যেই পর্যটকরা দেখলেন, ভেসে গেল গোটা পরিবার।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, জলের ধাক্কায় টাল সামলাতে পারেনি ওই পরিবারের সদস্যরা। সাহায্যের জন্য চীৎকার করতে করতে ভেসে যায় তারা। বহু পর্যটক সেই সময় ঝর্ণার ধারে গিয়ে দাঁড়ায়, কিন্তু জলের প্রবল স্রোতে কারও পক্ষে বাঁচানো সম্ভব হয়নি। সূত্রের খবর, দুজন কোনও ক্রমে সাঁতরে বাঁচতে পেরেছে আর বাকিদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে। এখনও পর্যন্ত তিনজনের দেহ পাওয়া গিয়েছে।