আগুন গিলে খেল গোটা বাসটাকে, ঘুমের মধ্যেই পুড়ে মৃত্যু ৯ পুণ্যার্থীর, জখম আরও ১২
Bus Caught on Fire: মাঝ রাতে হঠাৎই বাসের পিছন দিকে আগুন ধরে যায়। সেই সময় যাত্রীরা সকলেই ঘুমোচ্ছিলেন। পিছন থেকে আসা এক বাইক চালক ওভারটেক করে বাসচালককে সতর্ক করেন। বাস দাঁড় করাতেই ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা।
চণ্ডীগঢ়: মথুরা-বৃন্দাবন ঘুরতে যাচ্ছিলেন, মাঝপথেই শেষ হয়ে গেল সবকিছু। চলন্ত বাসে ধরে গেল আগুন। পুড়ে মৃত্যু হল ৯ জন পুণ্যার্থীর। গুরুতর জখম হয়েছেন কমপক্ষে আরও ১২ জন। কীভাবে বাসে আগুন লাগল, তা এখনও জানা যায়নি।
ঘটনাটি ঘটেছে হরিয়ানার কুণ্ডলী-মানেসর-পালওয়াল এক্সপ্রেসওয়েতে। বাসটি মথুরা-বৃন্দাবনের তীর্থ ভ্রমণ সেরে ফিরছিল। একই পরিবারের ৬০ জন সদস্য ছিলেন ওই বাসে। সকলেই পঞ্জাবের বাসিন্দা।
#WATCH | Haryana: Several people injured after the bus they were travelling in caught fire in Nuh. The injured have been brought to Nuh Medical College.
More details awaited. pic.twitter.com/hXDw2dl8jF
— ANI (@ANI) May 18, 2024
মাঝ রাতে হঠাৎই বাসের পিছন দিকে আগুন ধরে যায়। সেই সময় যাত্রীরা সকলেই ঘুমোচ্ছিলেন। পিছন থেকে আসা এক বাইক চালক ওভারটেক করে বাসচালককে সতর্ক করেন। বাস দাঁড় করাতেই ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। তারাই জল দিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। বাসের সামনের দিকে বসা যাত্রীদের উদ্ধার করা গেলেও, পিছনের দিকে বসা যাত্রীদের রক্ষা করা যায়নি। কমপক্ষে ৯ জন যাত্রী অগ্নিদ্বগ্ধ হয়ে মারা যান। আহত হয়েছেন আরও ১২ জন।
যাত্রীদের নামাতে নামাতেই গোটা বাসে আগুন ছড়িয়ে পড়ে। বাসে কীভাবে আগুন লাগল, তা এখনও জানা যায়নি। তবে প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, শর্ট সার্কিট থেকেই কোনওভাবে বাসের পিছনে থাকা এসির মেশিনে আগুন লেগে যায়। সেখান থেকেই গোটা বাসে আগুন ছড়িয়ে পড়ে।