দুই তরুণীকে চুমু খেতে বাধা! মেরে দাঁত ভেঙে দিল নেশামুক্তি কেন্দ্রের ‘আন্টি’র

Pune: ওই নেশামুক্তি কেন্দ্রের দেখাশোনার দায়িত্বে থাকা মহিলা সম্প্রতি চারজনের নামে অভিযোগ দায়ের করেন।

দুই তরুণীকে চুমু খেতে বাধা! মেরে দাঁত ভেঙে দিল নেশামুক্তি কেন্দ্রের 'আন্টি'র
ছবি ফেসবুক।
Follow Us:
| Edited By: | Updated on: Jul 12, 2021 | 11:11 PM

পুণে: নেশামুক্তি কেন্দ্রে একে অপরকে চুমু খেতে গিয়েছিল দুই তরুণী। বাধ সাধেন সেন্টার দেখাশোনার দায়িত্বে থাকা মহিলা। রেগে আগুন হয়ে যান দু’জন। সঙ্গে ছিলেন আরও দুই তরুণী। অভিযোগ, চারজনে মিলে নেশামুক্তি কেন্দ্র দেখভালের দায়িত্বে থাকা মহিলাকে বেদম মারধর করেন। মেরে ওই মহিলার দাঁতও ভেঙে দেন বলে অভিযোগ। পুণের সিংহগড় রোডের ঘটনা।

সিংহগড় রোড থানা পুলিশের দাবি, এই ঘটনা মাস চারেক আগের। ওই নেশামুক্তি কেন্দ্রের দেখাশোনার দায়িত্বে থাকা মহিলা অভিযোগ দায়ের করেন। তিনি পুলিশকে জানান, দুই তরুণী চুমু খাচ্ছিলেন। তিনি তা দেখে ফেলেন। এরপরই বিষয়টি ম্যানেজারকে জানান তিনি। একই সঙ্গে সেখানকার কাউন্সেলরকেও বলেন। ওই তরুণীদেরও দু’ এক কথা শোনান। অভিযোগ, এতেই রাগে ফেটে পড়েন তাঁরা। হঠাৎই ওই দু’জনের মধ্যে একজন সজোরে ঘুষি চালায় ওই মহিলার মুখে। তাতেই দাঁত ভেঙে যায়। আরও পড়ুন: ‘তৃতীয় স্ত্রী’র খোঁজে আমির খান, জন বিস্ফোরণ তো হবেই,’ দাবি বিজেপি সাংসদে

ওই মহিলার দাবি, ভয়ে এরপর তিনি মুম্বই চলে যান, সেখানেই চিকিৎসা করান। এরপর গত শনিবার ফের পুণেতে ফিরে আসেন। এরপরই পুলিশের দ্বারস্থ হন। চার তরুণীর নামে অভিযোগ দায়ের করেন।