AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Fire: তীক্ষ্ণ শব্দের পরই বিদ্যুৎ চলে গেল, হাসি-মজার মাঝেই প্রাণ গেল ৪ জনের

Fire: ওই ইলেকট্রনিকস স্টোরের এক কর্মচারী বলেন, "আমরা ৩০-৩৫ জন কাজ করি। আগুন ও ধোঁয়ায় যখন চারদিক ভরে যাচ্ছিল, সবাই বেরিয়ে আসার চেষ্টা করি। ৫ জন ভেতরে আটকে পড়েন।" স্থানীয় এক দোকানদার বলেন, ধোঁয়া এমন ছিল যে কিছুই দেখা যাচ্ছিল না।

Fire: তীক্ষ্ণ শব্দের পরই বিদ্যুৎ চলে গেল, হাসি-মজার মাঝেই প্রাণ গেল ৪ জনের
ঘটনাস্থলে পুলিশ ও দমকলের কর্মীরাImage Credit: PTI
| Updated on: Aug 18, 2025 | 11:01 PM
Share

নয়াদিল্লি: একটা তীক্ষ্ণ শব্দ। বিদ্যুৎ চলে গেল। তারপরই ভয়াবহ অগ্নিকাণ্ড একটি ইলেকট্রনিকসের দোকানে। আগুনে পুড়ে মৃত্যু হয়েছে চারজনের। জখম হয়েছেন আরও একজন। সোমবার দুর্ঘটনাটি ঘটেছে পশ্চিম দিল্লিতে।

রাজাবাগান এলাকায় চারতলা একটি বিল্ডিংয়ের তৃতীয় তলায় রয়েছে ওই ইলেকট্রনিকসের দোকানটি। বিকেল তিনটে নাগাদ ওই দোকানে আগুন লাগে। সংবাদ সংস্থা পিটিআই-কে ওই দোকানের এক কর্মচারী বলেন, “দুপুরের খাবারের সময় ঘটনাটি ঘটে। আমরা গল্প করছিলাম। হাসছিলাম। হঠাৎ একটা তীক্ষ্ণ শব্দ শুনতে পেলাম। সঙ্গে সঙ্গে বিদ্যুৎ চলে গেল। শর্ট সার্কিট হয়েছে বুঝতে পারলাম। মুহূর্তের মধ্যে দোকান ধোঁয়ায় ভরে যায়।

দিল্লি পুলিশ জানিয়েছে, বিকেল ৩টে নাগাদ মোতি নগর পুলিশ স্টেশনে একটি ফোন আসে। দোকানে আগুন লাগার খবর পেয়েই মোতি নগরের এসএইচও এবং পুলিশকর্মীরা ঘটনাস্থলে পৌঁছন। দমকলও খবর পেয়ে উদ্ধারকাজে নামে।

পশ্চিম দিল্লির ডিসিপি বিচিত্র বীর বলেন, “ওখানে উপস্থিত মানুষজন আমাদের জানান যে ভিতরে পাঁচজন আটকে পড়েছে। অনেক চেষ্টার পর পাঁচজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চারজনের মৃত্য হয়। একজনের চিকিৎসা চলছে।

ওই ইলেকট্রনিকস স্টোরের এক কর্মচারী বলেন, “আমরা ৩০-৩৫ জন কাজ করি। আগুন ও ধোঁয়ায় যখন চারদিক ভরে যাচ্ছিল, সবাই বেরিয়ে আসার চেষ্টা করি। ৫ জন ভেতরে আটকে পড়েন।” স্থানীয় এক দোকানদার বলেন, ধোঁয়া এমন ছিল যে কিছুই দেখা যাচ্ছিল না। দমকলের পাঁচটি ইঞ্জিন আগুন আয়ত্তে আনে। পুলিশ জানিয়েছে, ওই ইলেকট্রনিকস স্টোরের অগ্নিনির্বাপণ ব্যবস্থা ঠিকঠাক ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। কী কারণে আগুন লাগত, তাও তদন্ত করে দেখছে দমকল ও পুলিশ।