UP Assembly Election 2022 : বিজেপির বিজয় মিছিলে সপা নেতা, গায়ে ঢাললেন পেট্রোল, তারপর কী হল দেখুন
SP Leader : উত্তর প্রদেশে বিজেপির বিপুল জয়ের পর ১০ মার্চ হয় বিজেপির বিজয় মিছিল। মিছিলে ছিলেন এক সপা নেতা। মিছিল থেকে নিজের গায়ে পেট্রোল ঢেলে নিজের গায়ে নিজেই আগুন লাগান তিনি।
লখনউ : ১০ মার্চ ফল প্রকাশিত হয়েছে পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের। তালিকায় ছিল ৪০৩ আসন সমন্বিত উত্তর প্রদেশও। ১০ মার্চের ফলাফলে জানা যায় দ্বিতীয়বারের জন্য ক্ষমতায় এসেছে বিজেপি। মুখ্যমন্ত্রীর গদিতে বসছেন যোগী আদিত্যনাথই। উত্তর প্রদেশের রাজনৈতিক ইতিহাসে ৩৭ বছরে এই প্রথম কোনও সরকার পরপর দ্বিতীয়বার সরকার গঠন করছে। উত্তর প্রদেশে বিজেপির বিপুল জয়ের পরই ১০ মার্চ বিকেল ৪ টেয় বিজেপির বিজয় মিছিল বের হয়। সেই বিজয় মিছিলেই ঘটে ধুন্ধুমার কাণ্ড। এই বিজয় উৎসবেই ঘটল দুর্ঘটনা। বিজয় মিছিলে উপস্থিত ছিলেন এক সপা নেতা। সপা নেতার নাম নরেন্দ্র সিং ওরফে পিন্টু ঠাকুর। তিনি এই বিজেপির জয় সহ্য করতে না পেরে বিজয় মিছিলে নিজের গায়ে নিজেই পেট্রোল ঢাললেন। আগুনও লাগিয়ে দিলেন নিজের গায়ে। লখনউয়ের বিধান ভবনের সামনে এই ঘটনা ঘটে। আগুন লাগতেই ছটফট করতে থাকেন সপা নেতা। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। ওই নেতার ৪০ শতাংশ পুড়ে গিয়েছে বলে জানা গিয়েছে। তিনি হাসপাতালে ভর্তি রয়েছেন।
আরও পড়ুন : AAP Expansion : লক্ষ্য কেন্দ্রের গদি! পঞ্জাবে বিপুল জয়ের পর ক্ষমতা বিস্তারে মরিয়া আপ, এবার ফোকাসে কোন রাজ্য