AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

AAP: ইন্ডিয়া জোটে ফাটল? বিহারে নির্বাচনে লড়াইয়ের ঘোষণা আপ-এর

INDIA: আপ নেতার মন্তব্যের সমালোচনা করে আরজেডি সাংসদ মনোজ ঝা বলেন, "ইন্ডিয়া জোট যখন তৈরি হয়েছে, তখন কিছু নীতি নেওয়া হয়েছে। আমি মনে করি তাদের (আপ) সেই নীতি মেনে চলা উচিত।"

AAP: ইন্ডিয়া জোটে ফাটল? বিহারে নির্বাচনে লড়াইয়ের ঘোষণা আপ-এর
একই মঞ্চে তেজস্বী-নীতীশ-কেজরীবাল। ফাইল ছবি।Image Credit: ANI
| Edited By: | Updated on: Aug 27, 2023 | 9:05 PM
Share

নয়া দিল্লি: কেন্দ্রে দোস্তি, রাজ্যে কুস্তি! আগামী লোকসভা নির্বাচনে এনডিএ-কে উৎখাত করতে INDIA জোটে সামিল হয়েছে অরবিন্দ কেজরীবালের আম আদমি পার্টি (AAP)। অথচ বিহারের বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে আপ। রবিবার দিল্লিতে সাংবাদিক সম্মেলনে এমনই জানালেন আপ-এর সাধারণ সম্পাদক সন্দীপ পাঠক। শুধু বিহারের বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার কথা ঘোষণা নয়, নীতীশ-রাজ্যে সংগঠন শক্তিশালী করার ব্যাপারেও দলীয় কর্মীদের বার্তা দিলেন তিনি। পাঠকের সঙ্গে সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন আপ-এর বিহারের ইন-চার্জ অজেশ যাদবও। আপ নেতার এই মন্তব্যে স্বাভাবিকভাবেই ইন্ডিয়া জোটে ধাক্কা আসতে চলেছে বলে মনে করছে রাজনৈতিক মহল।

ইন্ডিয়া জোটে সামিল হওয়ার পরেও সহকারী দলের সঙ্গে আপ-এর বিরোধ অবশ্য এটা নতুন নয়। এর আগে লোকসভা নির্বাচনে কংগ্রেস দিল্লিতে সব আসনে লড়াইয়ের কথা ঘোষণা করেছে। যা নিয়ে কংগ্রেসের সঙ্গে কেজরীবালের বিরোধ তুঙ্গে ওঠে। তবে তারপরেও আগামী ৩১ অগস্ট ও ১ সেপ্টেম্বর, দু-দিন ব্যাপী মুম্বইয়ে আয়োজিত ইন্ডিয়া জোটের বৈঠকে যাওয়ার কথা ঘোষণা করেছেন অরবিন্দ কেজরীবাল। ফলে জোটের অন্দরের বিরোধ মিটতে চলেছে বলে মনে করে রাজনৈতিক মহল। কিন্তু, এদিন সন্দীপ পাঠকের মন্তব্য নতুন করে জল্পনা শুরু করে দিল।

যদিও বিহারে ২০২৫-এর বিধানসভা নির্বাচনেই আপ প্রতিদ্বন্দ্বিতা করবে কি না, তা স্পষ্ট করেননি সন্দীপ পাঠক। তিনি বলেন, “আমরা বিহার নির্বাচনে লড়ব, তবে কখন লড়ব সেটা দল স্থির করবে। বিহারে সংগঠন শক্তিশালী না হওয়া পর্যন্ত আমরা সরাসরি বিহারে লড়াই করতে পারি না। আমরা এখন দলকে শক্তিশালী করব। তারপর নির্বাচনে লড়াই করব এবং জয়ী হব।” এপ্রসঙ্গে গুজরাটের উদাহরণও তুলে ধরেন পাঠক।

তবে আপাতত কেন্দ্রে ৯ বছরের বিজেপি সরকারকে উৎখাত করাই তাঁদের লক্ষ্য বলেও জানিয়েছেন আপ-এর সাধারণ সম্পাদক। তাঁর কথায়, “যদিও মতামত ভিন্ন হতে পারে, তবে দেশই প্রথমে আসে।” ইন্ডিয়া জোটে আপ থাকছে কি না প্রশ্নের জবাবে পাঠকের সাবধানী বার্তা,”আপ একটি জাতীয় দল এবং লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে।” তবে জোটের সিদ্ধান্ত পরে আসবে বলে জানান তিনি।

আপ নেতার এহেন মন্তব্যে কটাক্ষ করেছে বিজেপি। বিহারে নির্বাচনে লড়াই করলেও কোনও লাভ হবে না জানিয়ে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী শাহনাওয়াজ হুসেন বলেন, “বিহারের ৪০টি আসনেই এনডিএ জয়ী হবে। একইসঙ্গে ইন্ডিয়া জোটে সামিল করা প্রসঙ্গে নীতীশ কুমারকে কটাক্ষ করে তিনি বলেন, আমাদের কোনও সমস্যা নেই। যাঁরা তাঁদের বিহারে নিয়ে এসেছেন তাঁদেরই সমস্যা হবে।”

আবার আপ নেতার মন্তব্যের সমালোচনা করে আরজেডি সাংসদ মনোজ ঝা বলেন, “ইন্ডিয়া জোট যখন তৈরি হয়েছে, তখন কিছু নীতি নেওয়া হয়েছে। আমি মনে করি তাদের (আপ) সেই নীতি মেনে চলা উচিত।” তবে আপ বিহার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করলেও তার প্রভাব ইন্ডিয়া জোটে পড়বে না এবং সকলে একসঙ্গে বিজেপির বিরুদ্ধে লড়াই করবেন বলে জানিয়েছেন জেডি(ইউ) নেতা নীরজ কুমার।