Abhishek on SIR: বুথে নয়, ‘ভোট চুরি’ ঠিক কোথায় হচ্ছে? ধরে ফেলেছেন, দাবি অভিষেকের

SIR in Bengal: যে সব রাজ্যে তৃণমূলের সমমনোভাবাপন্ন দল ক্ষমতায় রয়েছে, সেখানে কী চলছে? সেখানে ক্ষমতায় থাকা দলগুলিকে কী বলবেন? এই প্রশ্নের উত্তরে অভিষেক বলেন, "কথা হলে নিশ্চয় বলব। সবার লড়াই করা উচিত। সব জায়গায় ষড়যন্ত্র চলছে। সেগুলো ধরতে হবে, শুধু সরব হলে হবে না। প্রতিটি সেকেন্ড লড়াই করতে হবে।"

Abhishek on SIR: বুথে নয়, ভোট চুরি ঠিক কোথায় হচ্ছে? ধরে ফেলেছেন, দাবি অভিষেকের
অভিষেক বন্দ্যোপাধ্যায়Image Credit source: TV9 Bangla

| Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Dec 31, 2025 | 6:24 PM

কলকাতা: ‘আমরা মানুষের কাছে মাথানত করব, ক্ষমতার কাছে নয়।’ বুধবার দিল্লিতে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের সঙ্গে আড়াই ঘণ্টা ধরে কথা বলার পর এমনটাই বললেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিন নির্বাচন কমিশনের দফতরের সামনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অভিষেক দাবি করেছেন, ভোট ঠিক কোথায় চুরি হচ্ছে, তা তিনি ধরে ফেলেছেন।

এদিন অভিষেক বলেন, “ভোটার লিস্টে চুরি হচ্ছে। সফটওয়ারে চুরি হচ্ছে। ইভিএমে চুরি হচ্ছে না।” তাঁর দাবি, ইভিএম তো চেক করা যায়, কিন্তু সফটওয়ারে কী হচ্ছে, তা বোঝা যায় না। অভিষেকের কথায়, “বুঝতেও পারবেন না ওরা কী অ্যালগোরিদম করে রেখেছে, কী সফটওয়ারে রেখেছে। ভোটার লিস্ট থেকে লাখ লাখ ভোটারকে বাদ দেওয়া হচ্ছে।” তবে এই ‘ভোট চুরি’র বিষয়টি অন্য বিরোধী দলগুলি ধরতে পারছে না বলেই দাবি করেছেন অভিষেক।

তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড দিল্লিতে দাঁড়িয়ে এদিন বলেন, “প্রত্যেক দলের ইলেকটোরাল রোলের চুরি ধরা উচিত। আমরা হাতেনাতে ধরেছি। এমন হাজার হাজার কেস আছে।” যে সব রাজ্যে তৃণমূলের সমমনোভাবাপন্ন দল ক্ষমতায় রয়েছে, সেখানে কী চলছে? সেখানে ক্ষমতায় থাকা দলগুলিকে কী বলবেন? এই প্রশ্নের উত্তরে অভিষেক বলেন, “কথা হলে নিশ্চয় বলব। সবার লড়াই করা উচিত। সব জায়গায় ষড়যন্ত্র চলছে। সেগুলো ধরতে হবে, শুধু সরব হলে হবে না। প্রতিটি সেকেন্ড লড়াই করতে হবে। ইঞ্জিনই যদি খারাপ হয়, তাহলে কী করে হবে।”

‘ভোট চুরি’ কীভাবে ধরেছেন, সে কথা বলতে গিয়ে অভিষেক কার্যত অন্য বিরোধী দলগুলিকে বার্তা দেন। তাঁর দাবি, ভোটের সময় কী হবে, তা ভাবলে চলবে না, লড়াইটা এখন থেকেই লড়তে হবে। ‘সন্দেহজনক তালিকা’ নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি।