AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Shah Rukh Khan: রেইকি করে গিয়েছিল মন্নতের, সইফের আগেই নিশানা ছিল শাহরুখ?

Saif Ali Khan Attacked: গতকাল থেকেই তন্নতন্ন করে অভিযুক্তকে খুঁজছিল পুলিশের ৩০টি টিম। আজ, শুক্রবার সকালে বান্দ্রা স্টেশন থেকে অভিযুক্তকে ধরে পুলিশ। জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তাঁকে।

Shah Rukh Khan: রেইকি করে গিয়েছিল মন্নতের, সইফের আগেই নিশানা ছিল শাহরুখ?
শাহরুখ খান।Image Credit: PTI
| Updated on: Jan 17, 2025 | 12:44 PM
Share

মুম্বই: শুধু সইফ আলি খান নয়, হামলাকারীর টার্গেটে ছিল শাহরুখ খানও? সামনে এল চাঞ্চল্যকর তথ্য। জানা গিয়েছে, দিন কয়েক আগেই এক সন্দেহভাজন ব্যক্তিকে শাহরুখের বাড়ির সামনে ইতিউতি ঘোরাফেরা করতে দেখা গিয়েছে। পুলিশের সন্দেহ, হামলাকারী শাহরুখের বাড়ি মন্নত-ও রেইকি করে এসেছিল। ইতিমধ্যেই মন্নতে গিয়েছে পুলিশের একটি টিম।

বুধবার রাতে সইফ আলি খানের উপরে হামলা হয়। তাঁকে ছয়বার ছুরির কোপ মারে অভিযুক্ত। শিরদাঁড়ার পাশে ছুরি ভেঙে ঢুকে যায়। অস্ত্রোপচার করে সেই ছুরির টুকরো বের করা হয়। বর্তমানে স্থিতিশীল রয়েছেন সইফ আলি খান।

গতকাল থেকেই তন্নতন্ন করে অভিযুক্তকে খুঁজছিল পুলিশের ৩০টি টিম। আজ, শুক্রবার সকালে বান্দ্রা স্টেশন থেকে অভিযুক্তকে ধরে পুলিশ। জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তাঁকে।

এদিকে পুলিশ সূত্রে জানা গিয়েছে, ১৪ জানুয়ারি শাহরুখ খানের বাড়ি মন্নতের সামনে এক ব্যক্তির সন্দেহজনক গতিবিধি দেখা গিয়েছিল। মন্নতের লাগোয়া একটি বাড়ির পিছনের অংশে ৬ থেকে ৮ ফুট দীর্ঘ মই লাগিয়ে শাহরুখের বাড়ির ভিতরে উকিঝুকি মারার চেষ্টা করছিল।

পুলিশের সন্দেহ, সইফের উপরে যে হামলা করেছে, সেই-ই শাহরুখের বাড়িতে রেইকি করতে গিয়েছিল। সিসিটিভি ফুটেজে ওই সন্দেহভাজন ব্যক্তির উচ্চতা ও গঠনের সঙ্গে সইফের উপরে হামলাকারীর চেহারা মিলে যাচ্ছে। অনুমান করা হচ্ছে, অভিযুক্ত একা নয়, তাঁকে মদত দিয়েছিল আরও দু-একজন।

শাহরুখ নিজে এখনও কোনও অভিযোগ দায়ের না করলেও, পুলিশ নিজেই বিষয়টি খতিয়ে দেখছে।