Sanjay Nirupam-Congress: আগে বহিষ্কার নাকি ইস্তফা? ভোটের মুখেই নতুন নাটক কংগ্রেসে

ঈপ্সা চ্যাটার্জী |

Apr 04, 2024 | 12:37 PM

Lok Sabha Election 2024: চলতি সপ্তাহেই লোকসভা ও রাজ্যসভার প্রাক্তন সাংসদ সঞ্জয় নিরুপম আসন্ন লোকসভা নির্বাচনে শিবসেনা (ইউবিটি)-র আসন ভাগাভাগি নিয়ে দলকে আক্রমণ করেছিলেন। বলেছিলেন, " মুম্বইয়ে প্রার্থী ঘোষণা নিয়ে শিবসেনার সিদ্ধান্ত কেন বিনা প্রতিদ্বন্দ্বিতায় মেনে নেওয়ার অর্থ হল কংগ্রেসের ধ্বংস হওয়াকে মেনে নেওয়া।"

Sanjay Nirupam-Congress: আগে বহিষ্কার নাকি ইস্তফা? ভোটের মুখেই নতুন নাটক কংগ্রেসে
সঞ্জয় নিরুপম।
Image Credit source: Twitter

Follow Us

নয়া দিল্লি: ভোটের মুখে জোট নিয়ে যাতে সমস্যা না হয়, তার জন্য বিতর্ক বাড়ার আগেই কংগ্রেস থেকে বহিষ্কার করা হল সঞ্জয় নিরুপমকে। এদিকে বহিষ্কারের পরই নেতার দাবি, তিনি আগেই দল থেকে ইস্তফা দিয়ে দিয়েছেন। ইস্তফা দেওয়ার পর দল থেকে তাঁকে ছয় বছরের জন্য বহিষ্কার করা হয়েছে।

চলতি সপ্তাহেই লোকসভা ও রাজ্যসভার প্রাক্তন সাংসদ সঞ্জয় নিরুপম আসন্ন লোকসভা নির্বাচনে শিবসেনা (ইউবিটি)-র আসন ভাগাভাগি নিয়ে দলকে আক্রমণ করেছিলেন। বলেছিলেন, ” মুম্বইয়ে প্রার্থী ঘোষণা নিয়ে শিবসেনার সিদ্ধান্ত কেন বিনা প্রতিদ্বন্দ্বিতায় মেনে নেওয়ার অর্থ হল কংগ্রেসের ধ্বংস হওয়াকে মেনে নেওয়া।”

এরপরই মহারাষ্ট্র কংগ্রেসের তরফে নিরুপমকে বহিষ্কারের জন্য প্রস্তাবনা পাশ করা হয়। দিল্লিতে হাই কম্যান্ডের কাছে সেই প্রস্তাবনা পেশ করা হয়। এরপরই দলের তরফে তাঁকে ৬ বছরের জন্য সাসপেন্ড করা হয়। তারকা প্রচারকের তালিকা থেকেও নাম বাদ দেওয়া হয় নিরুপমের।

দলের এই ঘোষণার পরই নিরুপম দাবি করেন, তিনি আগেই দল থেকে ইস্তফা দিয়েছেন। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গেকে পাঠানো ইস্তফাপত্রের স্ক্রিনশটও পোস্ট করেন তিনি। এক্স হ্যান্ডেলে কংগ্রেস নেতা লেখেন, “মনে হচ্ছে, গতকাল রাতে আমার ইস্তফাপত্র পাওয়ার পরই আমায় দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই তৎপরতা দেখে ভাল লাগল।”

Next Article