AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

মুখে গেলেই বিপদ! বিরিয়ানির প্লেটে চাল সরাতেই যা বেরিয়ে এল, জানলে খেতেও ভয় পাবেন

Biriyani: আদর্শ বার অ্যান্ড রেস্তোরাঁয় বিরিয়ানি খেতে গিয়েছিলেন একদল বন্ধু। বন্ধুরা সবাই খেতে বসলে বিরিয়ানির অর্ডার দেন তাঁরা। সবাই যখন বিরিয়ানি খাচ্ছেন, সেই সময় এক ব্যক্তির প্লেটে এমন কিছু বেরিয়ে এল যা দেখে সবাইকে অবাক। বিরিয়ানির মধ্যে একটি শেভিং ব্লেড পাওয়া গিয়েছে।

মুখে গেলেই বিপদ! বিরিয়ানির প্লেটে চাল সরাতেই যা বেরিয়ে এল, জানলে খেতেও ভয় পাবেন
| Updated on: Dec 23, 2024 | 10:26 PM
Share

তেলেঙ্গনা: কখনও ট্রেনের খাবারে আরশোলা, তো কখনও রেস্তোরাঁর খাবারে টিকটিকি। বাড়ির বাইরে কিছু মুখে তোলার আগে দুবার ভাবতে হয়। খাওয়ার পর সুস্থ থাকা যাবে তো! কিছুদিন আগেই আইসক্রিমের ভিতর থেকে উদ্ধার হয়েছিল একটি মানুষের আঙুল। তবে এবার বিরিয়ানির মধ্যে যা উদ্ধার হল, তা দেখে প্রিয় খাবার খেতেও ভয় লাগবে আপনার।

বিরিয়ানি খুবই জনপ্রিয় একটি খাবার। বাইরে অর্থাৎ রেস্তোরাঁয়া খাওয়ার সময় বিরিয়ানি খেতে পছন্দ করেন অনেকে। সম্প্রতি, তেলেঙ্গনায় এভাবেই এক প্লেট বিরিয়ানিতে বিভিন্ন ধরণের জিনিস পাওয়া গিয়েছে, যা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। হায়দরাবাদের বিখ্যাত চিকেন বিরিয়ানিতে মুরগির পরিবর্তে মিলেছে পোকামাকড়। এক জায়গায় একটি টিকটিকিও পাওয়া গিয়েছে। আর এবার বিরিয়ানির মধ্যে পাওয়া গেল ব্লেড।

তেলেঙ্গনার ইয়াদাদ্রি ভুবনগিরি জেলার বিবি নগর মণ্ডলের মাকতা অনন্তরাম গ্রামের বিঙ্গি ইলিয়া নামে একজন তাঁর বন্ধুদের সঙ্গে মেদচাল মালকাজগিরির ঘটকেসার থানার কাছে আদর্শ বার অ্যান্ড রেস্তোরাঁয় বিরিয়ানি খেতে গিয়েছিলেন। বন্ধুরা সবাই খেতে বসলে বিরিয়ানির অর্ডার দেন তাঁরা। সবাই যখন বিরিয়ানি খাচ্ছেন, সেই সময় এক ব্যক্তির প্লেটে এমন কিছু বেরিয়ে এল যা দেখে সবাইকে অবাক। বিরিয়ানির মধ্যে একটি শেভিং ব্লেড পাওয়া গিয়েছে।

রেস্তোরাঁ ম্যানেজারকে বিষয়টি জানালে হতবাক হয়ে যান তিনি। তিনি কোনও ব্যবস্থা না নেওয়ায় তিনি থানায় পুরো বিষয়টি জানান ও অভিযোগ দায়ের করেন। ঘাটকেসার থানায় তাঁর অভিযোগ লেখা হয়, তারপরই পুলিশ বিষয়টি তদন্ত শুরু করে। বিঙ্গি ইলিয়াহ এবং তাঁর বন্ধুরা পুলিশের কাছে আবেদন জানান যাতে এই ধরনের ঘটনা আর না ঘটে।