AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

১৮-তে আর বিয়ে নয়! ভারতে বদলে যাচ্ছে ন্যূনতম বয়স!

Marriage Age: এর আগে ২০২১ সালের ডিসেম্বরে প্রথমবার মতো লোকসভায় পেশ করা হয়েছিল বাল্য বিবাহ নিষেধাজ্ঞা (সংশোধনী) বিল। পরে সেই বিলটি স্ট্যান্ডিং কমিটিতে পাঠানো হয়। কমিটি বেশ কয়েকবার বর্ধিতও হয়েছিল।

১৮-তে আর বিয়ে নয়! ভারতে বদলে যাচ্ছে ন্যূনতম বয়স!
প্রতীকী ছবিImage Credit: Getty Image
| Updated on: Nov 13, 2024 | 10:32 PM
Share

নয়া দিল্লি: বর্তমানে মেয়েদের বিয়ের ন্যূনতম বয়স ১৮ আর পুরুষদের ক্ষেত্রে ২১। এর কম বয়সে বিয়ে হলে, তা বাল্যবিবাহ বলে বিবেচিত হয়, যা বেআইনি। তবে সময়ের সঙ্গে সঙ্গে বদলে যাচ্ছে অনেক কিছুই। বদলাচ্ছে সমাজও। এবার কি আর ১৮ বছর বয়সে বিয়ে হবে না মেয়েদের! কয়েকদিনের মধ্যেই এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হতে পারে।

আগামী সপ্তাহে সংসদের স্ট্যান্ডিং কমিটিতে এই বিষয়টি বিবেচনা করা হবে বলে সূত্রের খবর। আগামী ২২ নভেম্বর এই বিষয়ে আলোচনা করবে ওই কমিটি। বিয়ের ক্ষেত্রে ‘অভিন্নতা’ আনতে একটি বিল পেশ করা হয়েছিল সপ্তদশ লোকসভায়। কিন্তু সেই লোকসভা ভেঙে যাওয়ায় সেই বিল বাতিল হয়ে যায়।

এর আগে ২০২১ সালের ডিসেম্বরে প্রথমবার মতো লোকসভায় পেশ করা হয়েছিল বাল্য বিবাহ নিষেধাজ্ঞা (সংশোধনী) বিল। পরে সেই বিলটি স্ট্যান্ডিং কমিটিতে পাঠানো হয়। কমিটি বেশ কয়েকবার বর্ধিতও হয়েছিল। কিন্তু সপ্তদশ লোকসভা যাওয়ায় বিলটি বাতিল হয়ে যায়।

জানা গিয়েছে, স্ট্যান্ডিং কমিটির ওই সভায় নারী ও শিশু উন্নয়ন মন্ত্রকের সচিব, ন্যাশনাল অ্যালায়েন্স (এনসিএএসি) ও ইয়ং ভয়েস ক্যাম্পেইনের প্রতিনিধিরা উপস্থিত থাকবেন। কংগ্রেস সাংসদ দিগ্বিজয় সিংয়ের সভাপতিত্বে হবে বৈঠক। শিশু অধিকার সুরক্ষার জন্য জাতীয় কমিশন, জাতীয় মহিলা কমিশনের সঙ্গেও কথা বলা হবে। বাল্যবিবাহ নিষেধাজ্ঞা (সংশোধনী) বিলের মূল উদ্দেশ্য হল, বাল্যবিবাহ নিষেধাজ্ঞা আইন, ২০০৬-এর সংশোধন করা এবং মেয়েদের বিয়ের ন্যূনতম বয়স ২১ বছর করা।