Air India Plane: আহমেদাবাদ থেকে ছিল ওড়ার কথা! দুর্ঘটনার পর এয়ার ইন্ডিয়া প্রথম লন্ডনগামী বিমান নিয়ে বিরাট অস্বস্তি
Air India Plane: এবার সেই আবহেই আবার একটি লন্ডনগামী বিমান নিয়ে তৈরি হয়েছে শঙ্কার আবহ। বৃহস্পতিবারের দুর্ঘটনার পর এটাই এয়ার ইন্ডিয়ার প্রথম লন্ডনগামী বিমান। যার নামও বদল করেছে বিমান পরিষেবা প্রদানকারী সংস্থা। কিন্তু তারপরেও যেন পিছু ছাড়েনি দুর্ভাগ্য।

আহমেদাবাদ: আবার সেই আহমেদাবাদ, বিমানও যাচ্ছিল সেই লন্ডনের দিকে। মঙ্গলবার এয়ার ইন্ডিয়ার এআই ১৫৯ আহমেদাবাদ থেকে লন্ডনের উদ্দেশ্যে রওনা দেওয়ার কথা ছিল। সময় মতো হয়ে গিয়েছিল সমস্ত কাজ। কিন্তু ছাড়ার আগেই বিপত্তি।
বিমান কর্তৃপক্ষ ঘোষণা করে, দুপুর ১টা ১০ মিনিট নাগাদ উড়ান নেওয়ার কথা ছিল সেই লন্ডনগামী বিমানের। কিন্তু কিছু ত্রুটি থাকার কারণে আপাতত বাতিল করা হয়েছে সেটি। যার জেরে ক্ষেপে গিয়েছে অধিকাংশ যাত্রী। গত বৃহস্পতিবার আহমেদাবাদের মেঘানিনগরে ঘটা দুর্ঘটনার পর থেকেই নানা ভাবে প্রশ্নের মুখে পড়েছে এয়ার ইন্ডিয়া। যান্ত্রিক ত্রুটি নাকি অন্য কোনও কারণ, কীভাবে আকাশে ওড়ার ক্ষণিকের মধ্যে ভেঙে পড়ল বিমানটি, সেই নিয়ে প্রশ্ন তুলছে একাংশ। তদন্তে নেমেছে দেশের একমাত্র বিমান দুর্ঘটনা তদন্তকারী সংস্থা AAIB।
এবার সেই আবহেই আবার একটি লন্ডনগামী বিমান নিয়ে তৈরি হয়েছে শঙ্কার আবহ। বৃহস্পতিবারের দুর্ঘটনার পর এটাই এয়ার ইন্ডিয়ার প্রথম লন্ডনগামী বিমান। যার নামও বদল করেছে বিমান পরিষেবা প্রদানকারী সংস্থা। কিন্তু তারপরেও যেন পিছু ছাড়েনি দুর্ভাগ্য। ওড়ার আগেই মিলল ভরে ভরে ত্রুটি। তবে ত্রুটি ঠিক কী নিয়ে? সেই বিষয়টা স্পষ্ট করে এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ। এমনকি, আজ বাতিল হল, তার পরিবর্তে কবে আবার এই বিমানটি রওনা দেবে, সেই নিয়েও যাত্রীদের কোনও তথ্য প্রদান করেনি সংস্থা।
উল্লেখ্য, যখন এয়ার ইন্ডিয়ার আকাশে ত্রুটিকে কেন্দ্র করে ঘনিয়েছে শঙ্কার মেঘ। সেই আবহে একই হাল আরও একটি বিমানেরও। তবে সেটি এয়ার ইন্ডিয়ার নয়, ইন্ডিগোর। যা কোচি থেকে উড়ান নিয়ে যাচ্ছিল দিল্লির দিকে। কিন্তু মাঝপথে হঠাৎই বোমাতঙ্কের কারণে সেই বিমানকে জরুরি ভিত্তিতে অবতরণ করতে হয় নাগপুর বিমানবন্দরে।





