Mumbai: লাটে উঠল নিউ ইয়র্কে যাওয়া! মেসেজটা পেতেই মাঝ আকাশ থেকেই মুম্বইয়ে ফিরল বিমান
Mumbai: মোট ৩০৩ জন যাত্রী এবং চালক ও অন্যান্য কর্মী-সহ মোট ১৯ জন ক্রিউ মেম্বারদের নিয়ে উড়ান দেয় বিমানটি। কিন্তু আট ঘণ্টার মধ্যেই সকাল ১০.২৫ নাগাদ আবার ফিরে আসে মুম্বইয়ে।

মুম্বই: মাঝ আকাশ থেকেই ঘুরে গেল বিমানের অভিমুখ। মুম্বই থেকে নিউ ইয়র্কগামী ‘এয়ার ইন্ডিয়ার’ বিমান ফের ফিরে এল মুম্বইয়েই। নেপথ্যে নিরাপত্তাকে কারণ হিসাবে খাড়া করল বিমান সংস্থার কর্তৃপক্ষ।
এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ সূত্রে জানা গিয়েছে, সোমবার রাত ২টো নাগাদ মুম্বইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নিউ ইয়র্কের উদ্দেশ্যে রওনা দেয় বোয়িং ৭৭৭ বিমানটি। মোট ৩০৩ জন যাত্রী এবং চালক ও অন্যান্য কর্মী-সহ মোট ১৯ জন ক্রিউ মেম্বারদের নিয়ে উড়ান দেয় বিমানটি। কিন্তু আট ঘণ্টার মধ্যেই সকাল ১০.২৫ নাগাদ আবার ফিরে আসে মুম্বইয়ে।
ঠিক কী ঘটল এর মাঝে?
সংস্থা সূত্রে খবর, বোমাতঙ্কের ভয়ে আজারবাইজানের আকাশ থেকে নিজের অভিমুখ ঘুরিয়ে নেয় বিমানটি। বিমানের অন্দরে বোমা আছে বলে, একটি হুমকি বার্তা আসে সংস্থার কন্ট্রোল রুমে। তারপরই নিজেদের গন্তব্যস্থলের দিকে না এগিয়ে আবার ‘ঘরে ফেরে’ বোয়িং ট্রিপিল ৭।
মুম্বই বিমানবন্দরে নামতেই শুরু হয় পরিদর্শন। বিমানের অন্দরে আদৌ বোমা রয়েছে কিনা খতিয়ে দেখে বম্ব স্কোয়াডের সদস্যরা। তবে গোটা বিমানজুড়ে চিরুনি তল্লাশি চালিয়েও বোমার কোনও চিহ্ন পাননি তারা। জানা গিয়েছে, আজকের মতো আর উড়বে না সেই বিমান। ১৫ ঘণ্টা পর আগামিকাল ফের একবার মুম্বই বিমানবন্দর থেকে ছাড়া হবে বিমানটি।

