AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Air India Plane: পাখির ফাঁড়া কাটছে না এয়ার ইন্ডিয়ার! মাঝ আকাশেই ‘ধাক্কা খেল’ পুণেগামী বিমান

Air India Plane: পুণে বিমানবন্দর সূত্রে জানা গিয়েছে, পুণেতে অবতরণের পর আবার দিল্লিতেই ফিরে যাওয়ার কথা ছিল বিমানটির। যাত্রীদের ক্ষতি না হলেও অতীত থেকে শিক্ষা নিয়ে আপাতত ভাবে বাতিল হয় দিল্লি ফেরত বিমানটি।

Air India Plane: পাখির ফাঁড়া কাটছে না এয়ার ইন্ডিয়ার! মাঝ আকাশেই 'ধাক্কা খেল' পুণেগামী বিমান
ফাইল চিত্র।Image Credit: Getty Image
| Updated on: Jun 20, 2025 | 2:55 PM
Share

পুণে: আহমেদাবাদের মেঘানিনগরে হওয়া এয়ার ইন্ডিয়ার ১৭১ বিমান দুর্ঘটনার পর ঘণ্টা খানেক পেরতেই DGCA জানিয়েছিল, সম্ভবত পাখির আঘাতেই আকাশ ভেঙে পড়ে যায় সেই বিমানটি। প্রশ্ন ওঠে, বিমানবন্দর থেকে সদ্য টেক অফ হওয়া বিমান কীভাবে এক ঝাঁক পাখির মুখে পড়তে পারে? তবে কি বিমানবন্দর পাশ্ববর্তী এলাকার উপর যথাযথ ভাবে নজরদারি চালাচ্ছে না কর্তৃপক্ষ?

এই ঘটনার সপ্তাহ কয়েক পরেই ফের পাখির কবলে এয়ার ইন্ডিয়ার বিমান। তবে এবার কিন্তু উড়ান বা অবতরণের সময় নয়। জানা গিয়েছে, এদিন দিল্লি বিমানবন্দর থেকে ভোর সাড়ে পাঁচটা নাগাদ উড়ে যায় পুণেগামী এআই ২৪৬৯। পৌঁছয় সকাল ৭টা ১৪ মিনিট নাগাদ। সূত্রের খবর, বিমানবন্দরে নামতেই এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষকে চালকরা জানায় মাঝ আকাশে বিমানে ধাক্কা মেরেছিল পাখি। কিন্তু বিশেষ ক্ষতি হয়নি। ফলত রক্ষা পেয়েছে শতাধিক প্রাণ।

পুণে বিমানবন্দর সূত্রে জানা গিয়েছে, পুণেতে অবতরণের পর আবার দিল্লিতেই ফিরে যাওয়ার কথা ছিল বিমানটির। যাত্রীদের ক্ষতি না হলেও অতীত থেকে শিক্ষা নিয়ে আপাতত ভাবে বাতিল হয় দিল্লি ফেরত বিমানটি। কর্তৃপক্ষ জানায়, যান্ত্রিক কোনও ত্রুটি হয়েছে কিনা তা দেখে নিতেই এই সিদ্ধান্ত।

উল্লেখ্য, আহমেদাবাদের ঘটনার পর থেকেই বিমানে লেগেছে ফাঁড়া। এয়ার ইন্ডিয়া হোক বা ই্ন্ডিগো, চাপের মুখে প্রায় প্রত্যেকেই। গতকাল অর্থাৎ বৃহস্পতিবারেই কলকাতা বিমানবন্দরেও দুটি বিমান যান্ত্রিক ত্রুটির কারণে উড়তে পারল না। সেদিন ভোর ৬ টা ৫৫ মিনিটে ১৫৫ জন যাত্রী নিয়ে কলকাতা থেকে শিলচরের উদ্দেশে রওনা দেবার জন্য ট্যাক্সিওয়ে থেকে রানওয়ের দিকে যাওয়ার পথে ঘটে বিপত্তি, পাইলট যান্ত্রিক ত্রুটির কথা জানিয়ে এয়ার ট্রাফিক কন্ট্রোল সঙ্গে যোগাযোগ করে। বিমানটিকে ফের ট্যাক্সি বে ৪৮ এ পার্কিংয়ে ফেরত পাঠিয়ে দেওয়া হয়। বিমানে প্রায় এক ঘণ্টা ধরে যাত্রীরা অপেক্ষা করার পর, যান্ত্রিক ত্রুটি মেরামতির পরে সেই বিমানটি শিলচরের উদ্দেশে রওনা দেয়।

আর একটি বিমান কলকাতা থেকে রওনা দেওয়ার কথা আগরতলার দিকে। সেটি ইন্ডিগোর। কিন্তু রানওয়েতে নামার পরেই অভিমুখ ঘুরিয়ে নেয় বিমানটি। পাইলট এটিসি কে জানায় বিমানে যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছে। সঙ্গে সঙ্গে এটিসির সবুজ সংকেত দেওয়ার পরে রানওয়ে থেকে বিমান ঘুরিয়ে বে-তে আনা হয়। পরে বিমানটি যাত্রীদেরকে নিয়ে রওনা দেয় আগরতলার উদ্দেশে।