AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

আসন্ন বিধানসভা নির্বাচনে পর্যবেক্ষক তালিকা প্রকাশ কংগ্রেসের, রাজ্যের দায়িত্বে তিন নেতা

রাজ্যের  নির্বাচনী প্রচার ও সমন্বয়ের দায়িত্বে রয়েছেন বি কে হরিপ্রসাদ (BK Hariprasad), আলমগীর আলম (Alamgir Alam) ও বিজয় ইন্দর শ্রিংলা(Vijay Inder Shrigla)।

আসন্ন বিধানসভা নির্বাচনে পর্যবেক্ষক তালিকা প্রকাশ কংগ্রেসের, রাজ্যের দায়িত্বে তিন নেতা
ফাইল চিত্র।
| Updated on: Jan 06, 2021 | 6:11 PM
Share

নয়া দিল্লি: কয়েক মাসের মধ্যেই বিভিন্ন রাজ্যে হতে চলেছে বিধানসভা নির্বাচন(Assembly Election)। ইতিমধ্যেই প্রস্তুতিতে কোমর বেঁধে লেগে পড়েছে প্রতিটি রাজনৈতিক দলই। তবে নির্বাচনী প্রচারে পর্যবেক্ষণ নিয়োগে সবথেকে বেশি তৎপরতা দেখাল বিরোধী রূপে ‘ব্যাকফুট’-এ থাকা কংগ্রেস (Congress)। বুধবার সর্বভারতীয় কংগ্রেসের সাধারণ সম্পাদক কে সি ভেণুগোপাল (KC Venugopal) আসন্ন নির্বাচনে পর্যবেক্ষকের তালিকা প্রকাশ করলেন।

নির্বাচন কমিশন (Election commission)-র তরফে কোনও রাজ্যেই এখনও নির্ঘণ্ট ঘোষণা না করা হলেও আগামী তিন-চার মাসের মধ্যেই অনুষ্ঠিত হতে চলেছে বিধানসভা নির্বাচন, এমনটাই খবর। বাকি রাজনৈতিক দলগুলির তরফে এখনও পর্যবেক্ষকের তালিকা ঘোষণা না করা হলেও আজ কংগ্রেসের তরফে চারটি রাজ্যের পর্যবেক্ষকের তালিকা প্রকাশ করা হল।

পশ্চিমবঙ্গে এখনও নির্বাচনের দিনক্ষণ ঘোষণা না হলেও আগামী এক-দুমাসের মধ্যেই হতে পারে নির্বাচন। তার আগেই পর্যবেক্ষকের তালিকা ঘোষণা করল কংগ্রেস। রাজ্যের  নির্বাচনী প্রচার ও সমন্বয়ের দায়িত্বে রয়েছেন বি কে হরিপ্রসাদ (BK Hariprasad), আলমগীর আলম (Alamgir Alam) ও বিজয় ইন্দর শ্রিংলা(Vijay Inder Shrigla)। তাঁরা রাজ্য কমিটির দায়িত্বপ্রাপ্ত সচিবদের সঙ্গে যৌথভাবে মিলিত হয়ে প্রচারের কাজ চালাবেন।

list-cong

পর্যবেক্ষকদের নামের তালিকা।

আরও পড়ুন: রৌরকেল্লা স্টিল প্ল্যান্টে বিষাক্ত গ্যাস লিক, মৃত ৪, আশঙ্কাজনক ২

অন্যদিকে অসমের দায়িত্বে রয়েছেন ভূপেশ বাঘেল (Bhupesh Baghel), মুকুল ওয়াসনিক (Mukul Wasnik) এবং শাকিল আহমেদ খান (Shakeel Ahmad Khan)। কেরলে নির্বাচনী প্রচারে পর্যবেক্ষকের দায়িত্ব পেয়েছেন রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট (Ashok Gehlot)। এছাড়াও লুইঝিনো ফালেইরো ও জি পরমেশ্বরও কেরলের নির্বাচনী প্রচারের দায়িত্ব সামলাবেন।

এপ্রিল-মে মাসে তামিলনাড়ুতে নির্বাচন হতে পারে। সেখানের নির্বাচনী পর্যবেক্ষকের দায়িত্ব পেয়েছেন এম ভিরাপ্পা মৌলি, এম এম পাল্লাম রাজু ও নীতীন রাউত। তাঁরা একইসঙ্গে কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরির নির্বাচনী প্রচারের দায়িত্বও সামলাবেন।

সর্বভারতীয় কংগ্রেসের তরফে প্রকাশিত বিবৃতিতে বলা হয়েছে, “২০২১ সালের বিধানসভা নির্বাচনে জরুরিভিত্তিতে নির্বাচনী প্রচার ও সমন্বয় রক্ষার জন্য কংগ্রেস নেতাদের পর্যবেক্ষক হিসাবে নিয়োগ করা হল। তাঁরা সর্বভারতীয় কংগ্রেসের জেনারেল সেক্রেটারি ও সংশ্লিষ্ট রাজ্যগুলির দায়িত্বপ্রাপ্ত সচিবদের সঙ্গে মিলিত হয়ে কাজ করবেন।”

আরও পড়ুন: রঙ্গোলিতে মোদীর মুখ, প্রশংসায় মূক-বধির যুবতীকে চিঠি লিখলেন স্বয়ং প্রধানমন্ত্রী