Amit Slams Mamata: ‘আজাদি কা অমৃত মহোৎসবে’ নেই বাংলা, অংশ না নেওয়ায় নাম না নিয়ে মমতাকে খোঁচা অমিতের

Azadi Ka Amrit Mahotsav: দেশের সমস্ত রাজ্য নাম লেখালেও স্বাধীনতার ৭৫ বছর উপলক্ষে কেন্দ্র আয়োজিত আজাদি কা অমৃত মহোৎসবের অংশ হয়নি বাংলা। যা নিয়ে এবার নাম না করে বাংলার মুখ্যমন্ত্রী মমতাকে খোঁচা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়।

Amit Slams Mamata: 'আজাদি কা অমৃত মহোৎসবে' নেই বাংলা, অংশ না নেওয়ায় নাম না নিয়ে মমতাকে খোঁচা অমিতের
ছবি: ফাইল চিত্র
Follow Us:
| Edited By: | Updated on: Apr 15, 2022 | 6:46 PM

নয়া দিল্লি: স্বাধীনতার ৭৫ বছর উপলক্ষে চলছে ‘আজাদি কা অমৃত মহোৎসব’। কেন্দ্রের তরফে নেওয়া হয়েছে একাধিক অনুষ্ঠান। গত বছর মার্চে ৭৫তম স্বাধীনতা দিবসের (75 years of Independence) ৭৫ সপ্তাহ আগে ‘আজাদি কা অমৃত মহোৎসব’ সূচনা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কিন্তু ওই অনুষ্ঠানে অংশ নেয়নি না বাংলা। আর সেই কারণেই এবার বাংলার নাম না নিয়ে খোঁচা দিলেন স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ।

প্রসঙ্গত, চলতি বছরের প্রজাতন্ত্র দিবসের (Republic Day) কুচকাওয়াজে বাংলার নেতাজি ট্যাবলো বাদ পড়ায় তীব্র শোরগোল শুরু হয়ে যায় রাজনৈতিক মহলে। এমমনকী কেন্দ্রের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগে সরব হতে দেখা যায় বাংলার তৃণমূল নেতাদের। যাতে কেন্দ্রের অস্বস্তি বাড়লেও দিল্লির ময়দানে দেখা যায়নি বাংলার ট্যাবলো। এবার আজাদি কা অমৃত মহোৎসব (Azadi Ka Amrit Mahotsav) থেকে বাংলা সরে দাঁড়ানোয় তা নিয়ে শুরু হয়েছে নতুন চর্চা। তাঁর সাফ কথা, রাজনৈতিক বৈরিতা দূরে রেখে দেশের স্বার্থের কথা মাথায় রেখে সমস্ত রাজ্যের এই অনুষ্ঠানে অংশ নেওয়া উচিত। তবে এই প্রথম নয়, এর আগে একাধিক কেন্দ্রীয় প্রকল্প থেকে নিজেদের নাম সরিয়ে নিয়েছেন মমতার নেতৃত্ত্বাধীন বাংলা।

শিশুদের জন্য বিভিন্ন প্রকল্প থেকে শুরু করে আয়ুষ্মান ভারতের অধীনে থাকা জন আরোগ্য যোজনার মতো স্বাস্থ্য বিমা প্রকল্পও ‘বয়কট’ করে মমতার সরকার। এমনকি মোদী সরকারের জাতীয় শিক্ষা নীতিও বয়কট করে বাংলার সরকার। কেন্দ্রের তরফে কৃষকদের জন্য বার্ষিক ভাবে যে অর্থ সাহায্যের ঘোষণা করা হয়েছিল তা থেকেও শুরুতে নিজেদের নাম সরিয়ে রাখে তৃণমূল সরকার। অবশেষে বিতর্কের মুখে পড়ে গোটা দেশের মধ্যে একদম শেষ রাজ্য হিসাবে এই প্রকল্পে নাম লেখায় বাংলা। কিন্তু এবার একেবারে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান বাংলার দূরত্ব তৈরি হওয়ায় তা বাংলার মানুষ কীভাবে নেয় এখন সেটাই দেখার। প্রসঙ্গত, গত বছর এই অনুষ্ঠানের মূল সূচনা হলেও তারপর কেটে গিয়েছে এক বছরের বেশি সময়। আর সেই কারণেই গত মঙ্গলবার মূল অনুষ্ঠানের আয়োজন ও অগ্রগতি নিয়ে ‘অমৃত সমাগম’ নামে একটি রিভিউ মিটিংয়ের ডাক দেয় কেন্দ্র। ওই বৈঠকে একাধিক কেন্দ্রীয় মন্ত্রী ও বিভিন্ন মন্ত্রকের আমলারাও উপস্থিত ছিলেন। উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ (Home Minister Amit Shah)।

মঙ্গলের বৈঠকের পরেই আজাদি কা অমৃত মহোৎসবে‌র কালচারাল সেক্রেটারি গোবিন্দ মোহন এই অনুষ্ঠানের সামগ্রিক কর্মসূচির তথ্যও প্রকাশ্যে আনেন। সেখানেই তিনি জানান অংশগ্রহণকারী রাজ্যের তালিকায় সমস্ত রাজ্যের নাম থাকলেও নাম নেই বাংলার। সদ্য প্রকাশিত তালিকায় দেখা যাচ্ছে গত এক বছরে ‘আজাদি কা অমৃত মহোৎসবে’ সবথেকে বেশি সংখ্যক কর্মসূচি রাখা হয়েছে কংগ্রেস শাসিত রাজ্য রাজস্থানের তরফে। অশোক গেহলট সরকারের তরফে এই অনুষ্ঠানে পৃথক ভাবে ১২৮৪টি কর্মসূচির আয়োজন করা হয়। দ্বিতীয় স্থানে রয়েছে হরিয়ানা। তাদের তরফে ‌১২০৮টি কর্মসূচির আয়োজন করা হয়। তৃতীয় স্থানে থাকা গুজরাতের তরফে ১০১৮টি কর্মসূচির আয়োজন করা হয়। এই তালিকায় আবার অনেকটাই পিছিয়ে রয়েছে যোগী আদিত্যনাথের উত্তরপ্রদেশ। তাদের তরফে গত একবছরে আজাদি কা অমৃত মহোৎসবে‌র অধীনে ৩২৭টি কর্মসূচির আয়োজন করা হয়।

আরও পড়ুন Narendra Modi: জেলায় জেলায় মেডিক্যাল কলেজ, রেকর্ড সংখ্যায় চিকিৎসক তৈরি করবে কেন্দ্র: মোদী