AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Squadron Leaders: শত্রুর ঘরে ঢুকে ভেঙে দিতে পারে কোমর! স্কোয়াড্রেন লিডার কারা? ভারতীয় বায়ুসেনায় এঁদের কী ভূমিকা?

Squadron Leaders: স্কোয়াড্রন লিডার হলো ভারতীয় বিমান বাহিনী (IAF), রয়্যাল এয়ার ফোর্স (RAF) সহ বিভিন্ন দেশের বিমান বাহিনীতে থাকা একটি গুরুত্বপূর্ণ মধ্যম-স্তরের অফিসারের পদ।

Squadron Leaders: শত্রুর ঘরে ঢুকে ভেঙে দিতে পারে কোমর! স্কোয়াড্রেন লিডার কারা? ভারতীয় বায়ুসেনায় এঁদের কী ভূমিকা?
Image Credit: Meta AI
| Updated on: Apr 29, 2025 | 4:25 PM
Share

স্কোয়াড্রন লিডার সামশের পাঠানিয়া, কল সাইন প্যাটি! বলি অভিনেতা হৃতিক রোশনের ফাইটার সিনেমার দৌলতে এই কথাগুলির সঙ্গে অনেকেই পরিচিত আমরা। স্কোয়াড্রন লিডার মানে ভারতীয় এয়ার ফোর্সের একটি সাম্মানিক পদ। কারা হয় স্কোয়াড্রন লিডার? কখন একজন এই পদের যোগ্য হয়ে ওঠে? কোন কোন দায়িত্ব পালন করতে হয় তাঁদের? রইল বিস্তারিত।

স্কোয়াড্রন লিডার হলো ভারতীয় বিমান বাহিনী (IAF), রয়্যাল এয়ার ফোর্স (RAF) সহ বিভিন্ন দেশের বিমান বাহিনীতে থাকা একটি গুরুত্বপূর্ণ মধ্যম-স্তরের অফিসারের পদ। এটি একটি মিড-লেভেল অফিসার পদ, যা স্থল বাহিনীর মেজর এবং নৌ বাহিনীর লেফটেন্যান্ট কমান্ডার র‍্যাঙ্কের সমতুল্য বলা যাতে পারে।

ভারতীয় প্রেক্ষাপটে, স্কোয়াড্রন লিডার হলো একটি সম্মানজনক পদ, যা দক্ষতা, নেতৃত্বের গুণাবলি ও অভিজ্ঞতার স্বীকৃতি স্বরূপ প্রদান করা হয়।

স্কোয়াড্রন লিডারের মূল দায়িত্ব –

১। একটি স্কোয়াড্রন বা ইউনিটকে নেতৃত্ব প্রদান করা। স্কোয়াড্রন বলতে সাধারণত একাধিক যুদ্ধবিমান বা একটি নির্দিষ্ট সংখ্যক কর্মী নিয়ে গঠিত দলকে বোঝানো হয়। তাঁদের নেতাকে বলে স্কোয়াড্রন লিডার।

২। দলের বিমানচালক, প্রযুক্তিবিদ ও অন্যান্য স্টাফদের পরিচালনা ও প্রশিক্ষণের দায়িত্ব থাকে। সঠিক ও কার্যকর অপারেশন নিশ্চিত করতে স্কোয়াড্রন লিডার ভূমিকা রাখেন।

৩। বিপদের সময় কোনও বিশেষ উদ্দেশ্য সাধনের দায়িত্ব কোনও ইউনিটকে দেওয়া হলে সেটা সম্পূর্ণ করার দায়িত্ব স্কোয়াড্রন লিডারের। অপারেশনাল মিশনগুলির পরিকল্পনা করা এবং সফল বাস্তবায়নে নেতৃত্ব প্রদান করা স্কোয়াড্রন লিডারদের দক্ষতার মধ্যে পড়ে।

৪। বিমানের রক্ষণাবেক্ষণ, নিরাপত্তা এবং আধুনিক প্রযুক্তি ব্যবহারের দেখভাল করাও তাঁরই দায়িত্বের মধ্যে পড়ে।

৫। ইউনিটের প্রশাসনিক কাজকর্ম, বাজেট ব্যবস্থাপনা, এবং কর্মীদের নিয়মানুবর্তিতার মধ্যে রাখাটাও তাঁর দায়িত্ব।

৬। কঠিন এবং হতাশ করা সময়ে স্কোয়াড্রনের মনোবল ও যুদ্ধক্ষমতা সর্বদা উচ্চমানের রাখার জন্য স্কোয়াড্রন লিডার অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

সাধারণত বায়ুসেনাতে অন্তত ৬-৭ বছর কাজ করার পর নির্দিষ্ট ধাপে ধাপে উর্ত্তীর্ণ হয়ে কেউ স্কোয়াড্রন পদে নিয়োগ পান। এই পদ পাওয়ার জন্য অভিজ্ঞতার সঙ্গে সঙ্গে নির্ধারিত প্রশিক্ষণ কোর্স ও পরীক্ষাতেও উত্তীর্ণ হতে হয়। সামরিক নেতৃত্ব, অপারেশনাল দক্ষতা এবং শৃঙ্খলার উচ্চ মানদণ্ড বজায় রাখতে হয়।

মনে রাখবেন স্কোয়াড্রন লিডার কেবল একজন বিমানচালক বা কর্মকর্তা নন, বরং তিনি সামগ্রিক ইউনিটের পথপ্রদর্শক। বলা ভাল চালিকা শক্তিও। যুদ্ধ পরিস্থিতিতে তাৎক্ষণিক সিদ্ধান্ত গ্রহণ, স্ট্র্যাটেজিক মুভমেন্ট, এবং সেনাদের নিরাপদে পরিচালনার জন্য এই পদের গুরুত্ব অপরিসীম। বিশেষ করে সামরিক অপারেশন এবং জাতীয় নিরাপত্তায় স্কোয়াড্রন লিডাদের অবদান অনস্বীকার্য।