Amit Shah: মণিপুরের হিংসা নিয়ে মুখ খুললেন অমিত শাহ, কী বললেন?
এবার মণিপুরের হিংসা নিয়ে মুখ খুললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি বলেন, "মণিপুরে পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে।"
নয়া দিল্লি: গত কয়েকদিন ধরে হিংসায় বিধ্বস্ত মণিপুর। এবার মণিপুরের হিংসা (Manipur Violence) নিয়ে মুখ খুললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। তিনি বলেন, “মণিপুরে পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে। যদিও এখনও মণিপুরে কারফিউ জারি রয়েছে।” রাজ্যে শান্তি বজায় রাখতে মণিপুরের জনগণের কাছে আবেদনও জানিয়েছেন তিনি। পাশাপাশি মেইতেই সম্প্রদায়ের (Meitei Community) যে ইস্যু নিয়ে অশান্ত হয়ে উঠেছে উত্তর-পূর্বের এই পাহাড়ি রাজ্য (Manipur), সে ব্যাপারে মণিপুর সরকার আলাপ-আলোচনা করেই সিদ্ধান্ত নেবে বলে বার্তা দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।
মেইতেই সম্প্রদায়কে তপশিলি উপজাতি তকমা দেওয়া নিয়েই উত্তপ্ত হয়ে উঠেছে মণিপুর। তবে এবিষয়ে আশঙ্কার কোনও কারণ নেই বলে মেইতেই সম্প্রদায়কে আশ্বাস দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার আগে মণিপুর সরকারের তরফে তাদের সঙ্গে আলোচনা করা হবে বলেও বার্তা দিয়েছেন তিনি। সোমবার ইন্ডিয়া টুডে-কে দেওয়া সাক্ষাৎকারে এই বিষয়টি স্পষ্ট করে শাহ বলেন, “কোর্ট একটি নির্দেশ পাশ করে দিয়েছে। তবে এই নির্দেশনামার সঙ্গে জড়িতদের সঙ্গে আলোচনা করা হবে এবং আলাপ-আলোচনার পরেই মণিপুর সরকার যথোপযুক্ত সিদ্ধান্ত নেবে। কোনও ব্যক্তি বা গোষ্ঠীর ভয় পাওয়ার কোনও প্রয়োজন নেই।”
প্রসঙ্গত, গত ৩ মে, বুধবার থেকে জ্বলছে মণিপুর। মেইতেই জনগোষ্ঠীর তফশিলি উপজাতিভুক্ত হওয়ার দাবি নিয়েই অগ্নিগর্ভ হয়ে উঠেছে মণিপুর। গত ৪ মে, বৃহস্পতিবার কুকি ও মেইতেই জনগোষ্ঠীর সদস্যের মধ্যে সংঘর্ষও হয়। তারপর ক্রমশ পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। ৮টি জেলায় ছড়িয়ে পড়ে হিংসা। গত চারদিনে হিংসায় মৃত্যু হয়েছে কমপক্ষে ৫৪ জনের। এছাড়া কয়েক হাজার মানুষ ঘরছাড়া হয়েছেন। বর্তমানে ২৩ হাজারের বেশি মানুষ বিভিন্ন জায়গায় সেনা ক্যাম্পে আশ্রয় নিয়েছেন। বহু বাড়ি, দোকান, হোটেল, ধর্মীয় স্থান ধূলিসাৎ করে দেওয়া হয়েছে। ১৪৪ ধারা জারি করার পাশাপাশি ইন্টারনেট পরিষেবাও বন্ধ করে দেওয়া হয়েছে বিভিন্ন জায়গায়। বর্তমানে তো মণিপুরের হিংসার আঁচ পড়শি রাজ্য মেঘালয়েও পড়েছে।