‘বাড়ি থেকে বেরবেন না, জানালার ধারে যাবেন না’, অমৃতসরে সকালেও রেড অ্যালার্ট, কী হচ্ছে?

India-Pakistan Tension: অমৃতসরের জেলাশাসক নাগরিকদের উদ্দেশে বার্তা দিয়েছেন, "লাল সতর্কতা জারি রয়েছে। সাইরেন বাজবে বিপদ থেকে সতর্ক করতে। কেউ যেন বাড়ি থেকে না বের হন।"

বাড়ি থেকে বেরবেন না, জানালার ধারে যাবেন না, অমৃতসরে সকালেও রেড অ্যালার্ট, কী হচ্ছে?
থমথমে পঞ্জাব।Image Credit source: ANI

|

May 11, 2025 | 7:22 AM

অমৃতসর: আজও থমথমে পরিস্থিতি। রেড অ্যালার্ট অমৃতসরে। বাসিন্দাদের বাড়িতেই থাকতে বলা হচ্ছে। ঘনঘন বাজছে সাইরেন। তাহলে কি আবার হামলা করার পরিকল্পনা করছে পাকিস্তান?

বিগত তিন-চারদিন ধরেই ভারতকে নিশানা বানিয়েছে পাকিস্তান। জম্মু-কাশ্মীর, পঞ্জাব ও রাজস্থানের আন্তর্জাতিক সীমান্ত টপকে ঝাঁকে ঝাঁকে ড্রোন, মিসাইল ছুড়ছে পাকিস্তান। ভারতের প্রতিরক্ষা সিস্টেম সেই সমস্ত ড্রোন, মিসাইলকে ধ্বংস করেছে।

শনিবারই ভারত-পাকিস্তানের মধ্যে সংঘর্ষ বিরতি হয়। বিকেল ৫টা থেকে সংঘর্ষ বিরতি ঘোষণা হয়, কিন্তু রাত ৯টা বাজতেই আবার সাইরেন বাজতে শুরু করে। নিভিয়ে দেওয়া হয় রাস্তাঘাট, বাড়িঘরের লাইট। বাসিন্দাদের অবিলম্বে বাড়ি বা নিরাপদ আশ্রয়ে চলে যেতে বলা হয়। তখন আকাশে ফের লাল আলো। ঝাঁকে ঝাঁকে উড়ে আসছে পাকিস্তানি ড্রোন। যেকোনও মুহূর্তেই হামলা হতে পারে।

রাতভর ড্রোন দিয়ে হামলা চালানোর চেষ্টা করেছে পাকিস্তান। প্রতিটা আক্রমণ প্রতিহত করেছে ভারতের প্রতিরক্ষা বাহিনী। সারা রাত ঘুটঘুটে অন্ধকারে ডুবে ছিল অমৃতসর। সকাল সাড়ে ৫টা নাগাদ বিদ্যুৎ সরবরাহ চালু করা হয়, কিন্তু রেড অ্যালার্ট জারি রয়েছে।

অমৃতসরের জেলাশাসক নাগরিকদের উদ্দেশে বার্তা দিয়েছেন, “লাল সতর্কতা জারি রয়েছে। সাইরেন বাজবে বিপদ থেকে সতর্ক করতে। কেউ যেন বাড়ি থেকে না বের হন। বাড়িতেই থাকুন এবং জানালা থেকে দূরে থাকুন। যখন পরিস্থিতি স্বাভাবিক হবে, তখন জানানো হবে। আতঙ্কিত হওয়ার কারণ নেই।”

শুক্রবার রাতের পর শনিবার ভোরেও ড্রোন হামলা চালিয়েছিল পাকিস্তান। সেই আশঙ্কায় আজও বাসিন্দাদের বাড়ি থেকে বের হতে বারণ করা হয়েছে। ছাদে বা বারান্দায় যেতেও বারণ করা হয়েছে। বাড়ির লাইটও নিভিয়ে রাখতে বলা হয়েছে। প্রশাসনের তরফে সিভিল কন্ট্রোল রুম ও পুলিশ কন্ট্রোল রুমের নম্বর দেওয়া হয়েছে।

Civil control room – 01832226262, 7973867446

Police control room – City 9781130666

Rural 9780003387

প্রতিবেদনটি সংবাদ সংস্থার তথ্যের ভিত্তিতে লেখা।