Earthquake: ভোরে ভূমিকম্পে কেঁপে উঠল বাংলার পড়শি রাজ্য, উৎপত্তিস্থল শিলিগুড়ির দক্ষিণ-পশ্চিমেই

Earthquake: সাত সকালেই ভূমিকম্পে কেঁপে উঠল বিহার। কম্পনের মাত্রা ৪.৩।

Earthquake: ভোরে ভূমিকম্পে কেঁপে উঠল বাংলার পড়শি রাজ্য, উৎপত্তিস্থল শিলিগুড়ির দক্ষিণ-পশ্চিমেই
Image Credit source: ANI
Follow Us:
| Edited By: | Updated on: Apr 12, 2023 | 11:43 AM

পটনা: বুধবার ভোরে আচমকা দুলে উঠল পশ্চিমবঙ্গের পড়শি রাজ্য বিহার। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির রিপোর্ট অনুযায়ী, বিহারের আরারিয়াতে ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৪.৩। আজ ভোর ৫ টা ৩৫ মিনিট নাগাদ এই কম্পন অনুভূত হয়। এদিকে এই কম্পন নেপাল ও বাংলাদেশের কিছু কিছু জায়গায় এই কম্পন অনুভূত হয়েছে বলে জানা গিয়েছে।

ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির রিপোর্ট অনুযায়ী, পশ্চিমবঙ্গের শিলিগুড়ি থেকে ১৪০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে বিহারের পূর্ণিয়ায় এই ভূমিকম্পের উৎপত্তিস্থল। জানা গিয়েছে, ১০ ভূপৃষ্ঠ থেকে ১০ কিমি গভীরের এই ভূমিকম্পের উৎপত্তি হয়েছে। বিহারের এই কম্পন নেপাল ও বাংলাদেশেও সামান্য অনুভূত হয়েছে বলে জানা যাচ্ছে।

ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির তরফে টুইট করে জানানো হয়েছে, “ভূমিকম্পের তীব্রতা রিখটার স্কেলে ৪.৩। ১২-০৪-২০২৩ তারিখে ভারতীয় সময়ে ৫:৩৫:১০-এ কম্পন অনুভূত হয়। অক্ষাংশ: ২৫.৯৮ এবং দ্রাঘিমাংশ: ৮৭.২৬-এ এই ভূমিকম্পের উৎপত্তি। গভীরতা: ১০ কিমি। অবস্থান: শিলিগুড়ি থেকে ১৪০ কিমি দক্ষিণ-পশ্চিমে।” তবে বুধের সকালে এই ভূমিকম্পে এখনও পর্যন্ত কোনও ক্ষয়ক্ষতির খবর মেলেনি। সোশ্যাল মিডিয়ায় অনেকে এই কম্পনের অনুভূতির কথা জানান। বিহারের ভাগলপুর, কাটিহার, কিষাণগঞ্জে ভূমিকম্প অনুভূত হয়েছে বলে দাবি করেছেন তাঁরা।