মাছের জালে আটকে পড়া বন্য হাতিকে উদ্ধার করে মাইসোরের বন দফতর
নিজস্ব চিত্র

মাছের জালে আটকে পড়া বন্য হাতিকে উদ্ধার করে মাইসোরের বন দফতর

sreejayee das |

Jan 20, 2021 | 4:38 PM

নগু, বন্দীপুর ও সারগুর থেকে মোটরবোটে করে হাতিটির কাছে পৌঁছে যান বন দফতরের কর্মীরা।

মাছের জালে আটকে পড়ে একটি বন্য হাতি। মাইসোরের বন দফতর ও দমকলের সহায়তায় ৫ঘণ্টার ম্যারাথন চেষ্টায় উদ্ধার করা হয় হাতি টিকে। বন্দীপুরের নুগু জলাধারে মঙ্গলবার সকাল ৬ টা থেকে বেলা ২ টো পর্যন্ত চলে এই উদ্ধার কার্য। সকাল ৬ টায় প্রথম নুগুর স্থানীয়রা হাতিটিকে দেখতে পান কিন্তু সেভাবে গুরুত্ব দেননি। কিন্তু তারপর কী হল?