AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Mizoram Bridge Collapse: ভেঙে পড়ল নির্মীয়মাণ রেল ব্রিজ, মৃত্যু অন্তত ১৭ শ্রমিকের, শোকপ্রকাশ মমতার

Mizoram Bridge Collapse: সেতু ভেঙে যাওয়ার ঘটনায় শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Mizoram Bridge Collapse: ভেঙে পড়ল নির্মীয়মাণ রেল ব্রিজ, মৃত্যু অন্তত ১৭ শ্রমিকের, শোকপ্রকাশ মমতার
এই সেই রেল ব্রিজImage Credit: twitter
| Edited By: | Updated on: Aug 23, 2023 | 2:54 PM
Share

আইজল: কাজ চলার সময়েই ভয়াবহ দুর্ঘটনা। ভেঙে পড়ল নির্মীয়মাণ রেল ব্রিজ (Rail Bridge)। বুধবার সকালে এই ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে মিজোরামে (Mizoram)। সেতু ভেঙে অন্তত ১৭ জন শ্রমিকের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানা যাচ্ছে, আহত আরও কয়েকজন। মিজোরামের মুখ্যমন্ত্রী জোরামথাঙ্গা টুইটে সেই ভাঙা ব্রিজের ছবি প্রকাশ করেছেন, যা দেখে আন্দাজ করা হচ্ছে, কতটা উঁচু থেকে নীচে পড়েছেন শ্রমিকেরা।

জানা গিয়েছে, মিজোরামের আইজলের কাছে সাইরাং-এ তৈরি হচ্ছিল ওই রেল ব্রিজ। সেখানেই এই ঘটনা ঘটে। কীভাবে ওই ঘটনা ঘটল, তা এখনও স্পষ্ট নয়। চলছে উদ্ধারকাজ। মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন সে রাজ্যের মুখ্যমন্ত্রী।

ইতিমধ্যেই এই ঘটনায় ক্ষতিপূরণ ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মৃতদের পরিবারকে ২ লক্ষ টাকা করে ও আহতদের ৫০ হাজার টাকা করে দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে। প্রধানমন্ত্রী তাঁর এক্স হ্যান্ডেলে লিখেছেন, ‘মিজোরামের ঘটনায় ব্যথিত। আহতদের দ্রুত সুস্থতা কামনা করি। উদ্ধার কাজ চলছে।’

ঘটনায় যাঁদের মৃত্যু হয়েছে, তাঁদের মধ্যে পশ্চিমবঙ্গের বেশ কয়েকজন বাসিন্দা আছেন বলেও জানা গিয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় জানিয়েছেন, মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদীকে মিজোরাম সরকারের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে। পাশাপাশি, মালদহের জেলা প্রশাসনকেও মৃতদের পরিবারের সঙ্গে যোগাযোগ করার নির্দেশ দেওয়া হয়েছে। দেহ উদ্ধারের পর পরিবারগুলির জন্য ক্ষতিপূরণের ঘোষণা করা হবে বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী।