AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Gifts for Child Birth: তৃতীয় সন্তান হলেই ৫০ হাজার টাকা, ছেলে হলে উপহারে পাবেন গরুও! ঢাকঢোল পিটিয়ে ঘোষণা সাংসদের

Prize For Child Birth: সাংসদ জানিয়েছেন, তৃতীয় সন্তানের জন্ম হলে তিনি ৫০ হাজার টাকা দেবেন। যদি পুত্র সন্তান হয়, তবে প্রসূতিকে তিনি একটি গরুও উপহার দেবেন। সরকারের তহবিল থেকে নয়, নিজের বেতন থেকেই এই নগদ পুরস্কার দেবেন তিনি।

Gifts for Child Birth: তৃতীয় সন্তান হলেই ৫০ হাজার টাকা, ছেলে হলে উপহারে পাবেন গরুও! ঢাকঢোল পিটিয়ে ঘোষণা সাংসদের
প্রতীকী চিত্র।Image Credit: Pixabay
| Updated on: Mar 10, 2025 | 8:22 AM
Share

অমরাবতী: তৃতীয় সন্তান হলেই মায়ের হাতে তুলে দেবেন ৫০ হাজার টাকার ফিক্সড ডিপোজিট। সেই সন্তান যদি আবার ছেলে হয়, তবে ৫০ হাজার টাকার সঙ্গে উপহার স্বরূপ একটা গরুও দেবেন। নারী দিবসে ঢাকঢোল পিটিয়েই এই প্রতিশ্রুতি দিলেন লোকসভার সাংসদ।

সম্প্রতিই অন্ধ্র প্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু বড় পরিবারের পক্ষে সওয়াল করেছিলেন। বিভিন্ন দেশে যেমন সন্তান জন্ম দিলে, সরকার থেকে আর্থিক সাহায্য বা নানা উপহার দেওয়া হয়, তেমন ব্যবস্থা চালুর কথাও বলেছিলেন। তাঁর মুখের কথা রেখেই টিডিপি দলের সাংসদ আপ্পালা নাইডু সত্যি সত্যি অর্থ পুরস্কারের কথা ঘোষণা করলেন।

বিজয়নগরমের সাংসদ জানিয়েছেন, তৃতীয় সন্তানের জন্ম হলে তিনি ৫০ হাজার টাকা দেবেন। যদি পুত্র সন্তান হয়, তবে প্রসূতিকে তিনি একটি গরুও উপহার দেবেন। সরকারের তহবিল থেকে নয়, নিজের বেতন থেকেই এই নগদ পুরস্কার দেবেন তিনি। সাংসদের এই প্রস্তাব ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। টিডিপির সদস্য ও সমর্থকরাও তাঁর পোস্ট শেয়ার করছেন।  এমনকী মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডুও সাংসদের প্রশংসা করেছেন।

প্রসঙ্গত, সম্প্রতিই দিল্লিতে এসে দক্ষিণ ভারতের জনসংখ্যা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন অন্ধ্র প্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু। তিনি বলেছিলেন, “আমি নিজেই পরিবার পরিকল্পনার কথা বলতাম। এখন আমি দৃষ্টিভঙ্গি বদলে জনসংখ্যা বাড়ানোর কথা বলছি। ভারতের সবথেকে বড় সুবিধাই হল এর জনসংখ্যা। যদি এটা রক্ষা করতে পারি, তবে তা ভারত এবং ভারতীয়দের জন্য লাভজনক হবে। বৈশ্বিক পরিষেবার জন্য আমাদের উপরে সকলে নির্ভর করে থাকবে।”

এরপর তিনি রাজ্যে ফিরে ঘোষণা করেছেন যে কর্মরত মহিলাদের মাতৃত্বকালীন ছুটি দেওয়া হবে। তা সে তার যত সংখ্যক সন্তানই থাকুক না কেন।