কৃষকদের দাবি না মানলে জন আন্দোলন, অশীতিপর অন্নার হুঁশিয়ারি
কেন্দ্রীয় সরকারকে সতর্ক করে তিনি বলেন,"যদি সরকার কৃষকদের দাবি মেনে না নেয়, তবে আমি লোকপাল আন্দোলনের মতোই এবার জন আন্দোলন শুরু করব।"
মহারাষ্ট্র: যতদিন গড়াচ্ছে, ততই শক্তিশালী হয়ে উঠছে কৃষি আইন (Farm Laws)-র বিরুদ্ধে আন্দোলন। এবার আন্দোলনরত কৃষকদের পাশে দাঁড়িয়ে সমর্থন জানালেন সমাজকর্মী অন্না হাজারে (Anna Hazare)। বৃহস্পতিবার তিনি জানান, কৃষকদের দাবি পূরণ না হলে তিনি জন আন্দোলনের সূচনা করবেন।
লোকপাল আন্দোলন (Lokpal Andolan)-র সঙ্গে তুলনা টেনে অন্না হাজারে (Anna Hazare) বলেন,”লোকপাল আন্দোলনের সময় তৎকালীন কংগ্রেস সরকার কেঁপে উঠেছিল। কৃষক আন্দোলনকেও সে পথেই যেতে দেখছি। আমি ভারত বনধের দিন আমার গ্রাম রালেগন-সিদ্ধিতে আন্দোলনের আয়োজন করেছিলাম। কৃষকদের সমর্থনে সেদিন আমি উপবাসও রেখেছিলাম।”
কেন্দ্রীয় সরকারকে সতর্ক করে তিনি বলেন,”যদি সরকার কৃষকদের দাবি মেনে না নেয়, তবে আমি লোকপাল আন্দোলনের মতোই এবার জন আন্দোলন শুরু করব।”
আরও পড়ুন: শিলান্যাস করেছেন মোদী, কেমন দেখতে হবে নতুন সংসদ ভবন?
কৃষকদের গুরুত্ব ও প্রয়োজনীয়তা আলোচনা করে অন্না বলেন,”যে দেশ কৃষিকাজ নির্ভর, সেখানে কৃষকদের ইচ্ছার বিরুদ্ধে কোনও আইনই স্বীকৃতি পেতে পারে না। যদি কোনও সরকার তা করে, তবে তার বিরুদ্ধে প্রতিবাদও নায্য।”
কৃষকদের উদ্দেশ্যে শান্তির পথ অবলম্বন করার উপদেশ দিয়ে তিনি বলেন,”দিল্লি সীমান্তে যে আন্দোলন চলছে, তা অহিংসার পথ অনুসরণ করেই চলা উচিত। আমি সমস্ত আন্দোলনকারীদের অনুরোধ করছি তারা যেন শান্তিপূর্ণভাবে মহাত্মা গান্ধীর দেখানো পথ অনুসরণ করেই চলে।”
আরও পড়ুন: আর সরকারে নয়, এবার সুপ্রিম দরজায় কড়া নাড়লেন কৃষকরা