আর সরকারে নয়, এবার সুপ্রিম দরজায় কড়া নাড়লেন কৃষকরা
কেন্দ্রের নয়া কৃষি আইনের বিরুদ্ধে জমা পড়া আর্জির ভিত্তিতে ইতিমধ্যেই সুপ্রিম কোর্ট একটি নির্দেশিকা জারি করেছে।
নয়া দিল্লি: সুবিচার চেয়ে এবার সুপ্রিম কোর্ট (supreme court)-র দারস্থ হলেন কৃষকরা। শুক্রবার ভারতীয় কিষান ইউনিয়ন (Bhartiya Kisan Union) সুপ্রিম কোর্টে তিনটি নয়া কৃষি আইন (Farm Laws) প্রত্যাহারের আর্জি জানায়।
ভারতীয় কিষান ইউনিয়নের সভাপতি ভানু প্রতাপ সিং শীর্ষ আদালতে আর্জি দাখিল করেন। সেই আর্জি পত্রে বলা হয়, “নতুন তিনটি আইন কৃষিকাজকে বাণিজ্যিকীকরণের দিকেই ঠেলে দেবে এবং কৃষকদের কর্পোরেটদের ভরসায় থাকতে বাধ্য করবে।” প্রয়োজনীয় আলোচনা ছাড়াই এই নতুন কৃষি আইন পাশ করা হয়েছে, এই অভিযোগও করা হয়েছে আর্জিতে।
কেন্দ্রের নয়া কৃষি আইনের বিরুদ্ধে জমা পড়া আর্জির ভিত্তিতে ইতিমধ্যেই সুপ্রিম কোর্ট একটি নির্দেশিকা জারি করেছে।
আরও পড়ুন: বজ্রপাত-সহ ভারী বৃষ্টিপাতের আভাস! তবু, এক ইঞ্চিও জমি ছাড়তে নারাজ কৃষকরা
দিল্লি সীমান্তে প্রায় বিগত দুই সপ্তাহ ধরে দেশের বিভিন্ন প্রান্তের কৃষকরা প্রতিবাদ প্রদর্শন করেছে (Farmers Protest)। কেন্দ্রের সঙ্গে কৃষক সংগঠনগুলির একাধিক বৈঠক হলেও কোনওটিই ফলপ্রসু হয়নি। কেন্দ্রের তরফে কৃষি আইনে মোট সাতটি সংশোধন করার একটি লিখিত প্রস্তাব দেওয়া হলেও কৃষকরা সেই প্রস্তাব খারিজ করে দেন। তাঁদের দাবি, সংশোধন নয়, আইন প্রত্যাহার করতে হবে সরকারকে। দুদিন আগেই বৃহত্তর আন্দোলনের পথে হাঁটার কথা জানায় কৃষকরা।
আজ তাঁরা জানান, প্রতিবাদ কর্মসূচির নতুন অংশ হতে চলেছে ‘রেল রোকো’ অভিযান। কেন্দ্রের তিন কৃষি আইন প্রত্যাহার না করা হলে শীঘ্রই তারা এই অভিযান শুরু করবেন বলে জানান।
আরও পড়ুন: রাতে অভিষেকের বাড়ির দেওয়ালে কালি, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিয়ো