নয়া দিল্লি: বৃহস্পতিবারই নতুন সংসদ ভবনের শিলান্যাস করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। ধর্মীয় নীতি মেনেই ৬ জন পুরোহিতের উপস্থিতিতে বেলা ১২ টা বেজে ৫৫ মিনিটে ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন নমো। ২০ হাজার কোটি টাকার সেন্ট্রাল ভিস্তা প্রোজেক্টের আওতায় প্রায় ৯৭১ কোটি টাকা খরচ হবে নতুন সংসদ ভবন নির্মাণে।
৬৪ হাজার ৫০০ বর্গ কিলোমিটার অঞ্চল জুড়ে গড়ে উঠবে নতুন সংসদ ভবন। সেখানে দেশের তিন প্রতীক থাকবে, পদ্ম ফুল, ময়ূর ও বট গাছ। সুপ্রিম কোর্টের নিষেধাজ্ঞা উঠলে শুরু হবে নতুন সংসদ ভবনের কাজ। নতুন সংসদ তৈরি হয়ে গলে বর্তমান সংসদ ভবনটিকে মিউজিয়ামে রূপান্তর করা হবে।
ফাইল চিত্র।
গতকাল নতুন সংসদ ভবনের শিলান্যাস উপলক্ষে আমন্ত্রিত ছিলেন প্রায় ২০০ জন। সাংসদ, কেন্দ্রীয় মন্ত্রী ও বিদেশি দূত-সহ উপস্থিত ছিলেন শিল্পপতি রতন টাটাও। নতুন সংসদ ভবনের নির্মাণ কাজ করবে টাটা প্রজেক্টস লিমিটেড।
নতুন সংসদ ভবনে থাকবে অত্যাধুনিক অডিয়ো-ভিজ়ুয়াল বার্তালাপের পদ্ধতি। দেশের ঐতিহ্য ও ইতিহাস সংরক্ষিত থাকবে সেন্ট্রাল কনস্টিটিউসন হলে। থাকবে অত্যাধুনিক স্ক্রিন ও বায়োমেট্রিক পদ্ধতি। (ছবি- টুইটার)